দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও কক্সবাজারে কমছে না গরম। যদিও বা দেশের পশ্চিমাঞ্চলে এ সময় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোনো কোনো জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও চলে গেছে।
তার তুলনায় কক্সবাজারের পরিস্থিতি কিছুটা ভালোই বলা চলে। তবুও গরমে হাঁসফাঁস করছে জনজীবন।
শুক্রবার কক্সবাজারের তাপমাত্রা ছিলো ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতা প্রায় ৭০ শতাংশ। আকাশ কোথাও কোথাও মেঘাচ্ছন্ন। তবে বৃষ্টির সম্ভাবনা কম।
এদিকে কক্সবাজার আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, ১৫ জুনের পর মৌসুৃমী বায়ু সক্রিয় হবে এবং মৌসুমী বায়ুর প্রভাবে কক্সবাজারসহ সারাদেশে বৃষ্টি হতে পারে। কক্সবাজার জেলায় ১৬,১৭,১৮ জুন এ তিনদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে।