বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হচ্ছে বুধবার। গ্রুপ ‘এ’ তে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হটফেভারিট ভারত। তার আগে জেনে নেওয়া যাক ম্যাচটা কোথায় দেখতে পারবেন দর্শকরা।
গ্রুপ ‘এ’ তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’ তে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
হাইব্রিড মডেলে ১৯ দিনের এই আয়োজন হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ থেকে এই টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস-১। এছাড়া টফি অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে।
রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ থেকে সরাসরি জানা যাবে প্রতিটি ম্যাচের খবর।
সবগুলো ম্যাচই ৮০টির বেশি দেশ থেকে ভক্তরা সরাসরি দেখতে পারবেন। আইসিসি ম্যাচ সেন্টার হয়ে ফ্রি অডিও শোনা যাবে। এছাড়া আইসিসি ক্রিকেট ডটকমে বল বাই বল কমেন্ট্রি দেখতে পাবেন ভক্তরা।