কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। শনিবার দুপুর দেড়টায় কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে সিরিজের প্রথম ম্যাচ গড়ায়।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। নির্ধারিত ২০ ওভারের আগেই ১৯.৪ ওভারে সকল উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ৮৮ রান। জবাবে ৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে থামে ৭৫ রানে। ফলে ১৩ রানের জয় নিয়ে সিরিজে প্রথম সাফল্য পায় পাকিস্তান।
বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন সাদিয়া ইসলাম এবং পাকিস্তানের স্কোয়াডের অধিনায়ক ইমান নাসের।
সিরিজের বাকি চারটি ম্যাচ আগামী ৫, ৭, ১০ ও ১২ ডিসেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে। ১৩ ডিসেম্বর বাংলাদেশ সফর শেষ করবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
নিজস্ব প্রতিবেদক 





















