ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“মাদক ডিলারদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপারেশন চাই”: টেকনাফে এনসিপি নেতা সুজা অ’স্ত্র, নগদ টাকাসহ কলাতলীর কামরুল গ্রেফতার উখিয়ার ওসি জানেন না অভিযানের খবর! ১৬১১১ এ কল পেয়ে বিকল ফিশিং বোটের ১১ জেলেকে জীবিত উদ্ধার করলো কোস্ট গার্ড কক্সবাজার সৈকতের বালিয়াড়ির সকল দোকান সরিয়ে নেয়ার নির্দেশ বিএনপিতে যোগ দিলেন মুগ্ধর ভাই স্নিগ্ধ মহেশখালীতে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন: চ্যাম্পিয়ন টাইম বাজার প্রাইমারি স্কুল পেকুয়ায় পুকুরে ডুবে আবারো শিশুর মৃত্যু: ৪ দিনে গেলো ৫ শিশুর প্রাণ কক্সবাজার ২ আসনে এনসিপির প্রার্থী সুজা, ছাড়ের রাজনীতিতে সমঝোতার ইঙ্গিত! কক্সবাজারসহ কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাত ও ভূমি ধ্বসের সম্ভাবনা রোহিঙ্গা নারীদের ৯৭ শতাংশই শিক্ষার বাইরে, বৈশ্বিক প্রতিনিধিদলের উদ্বেগ খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী চট্টগ্রামের ৬ আসনে বিএনপির নতুন মুখ প্রলোভনের ফাঁদে জিম্মি,উদ্ধার ২৫: আটক ২ সাগরে লঘুচাপ: কক্সবাজার ও চট্টগ্রামে ৩ নং সতর্ক সংকেত

ফাত্রাঝিড়ি ঝর্ণা দেখতে গিয়ে স্রোতে ভেসে কিশোর নিখোঁজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত ফাত্রাঝিড়ি ঝর্ণা দেখতে গিয়ে পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন এক কিশোর। নিখোঁজ কিশোরের নাম হাফেজ মেহরাব হোসাইন (১৮)।

স্থানীয় সূত্র জানায়, ১৭ জুন সকাল ৬টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা এবং হোটেল ওয়াকিয়ার মালিক মনজুর আলমের ছেলে মেহরাবের সাথে সাজ্জাদ, নাছিমসহ প্রায় ১৮ জন বন্ধুর একটি দল ফাত্রাঝিড়ি ঝর্ণা দেখতে যান।

ঝর্ণা দেখা শেষে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তারা ফেরার সময় হঠাৎ চলমান বৈরি আবহাওয়ায় পাহাড়ি ঢলে খালের পানির স্তর বেড়ে যায়। ফেরার পথে বাঁশের একটি ডাল ভেঙে গেলে মেহরাব পানিতে পড়ে যান এবং মুহূর্তেই স্রোতে ভেসে যান। এরপর থেকে তিনি নিখোঁজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, “যে খালটিতে মেহরাব ভেসে যান সেটি ধুরুম খালি থেকে রেজুখাল হয়ে সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তাই পরিবারের ধারণা, তিনি পানির স্রোতের টানে সমুদ্র পর্যন্ত ভেসে যেতে পারেন।”

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনেরা উদ্ধার অভিযানে নামলেও সন্ধ্যা পর্যন্ত মেহরাবের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মেহরাবের চাচা আবদুল মালেক প্রতিবেদনকে জানান, “আমরা ধারণা করছি পানির স্রোতে মেহরাব সমুদ্রে ভেসে গেছে। এখনো কোনো খোঁজ মেলেনি। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ হাফেজ মেহরাব হোসাইন সম্পর্কে কোনো তথ্য পান বা কোথাও দেখতে পান, তাহলে কক্সবাজারের মরিচ্যা বাজারস্থ ওয়ালটন প্লাজা মার্কেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক উদ্ধার তৎপরতার ঘোষণা না পাওয়া গেলেও পরিবার ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।

ট্যাগ :

“মাদক ডিলারদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপারেশন চাই”: টেকনাফে এনসিপি নেতা সুজা

This will close in 6 seconds

ফাত্রাঝিড়ি ঝর্ণা দেখতে গিয়ে স্রোতে ভেসে কিশোর নিখোঁজ

আপডেট সময় : ১১:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত ফাত্রাঝিড়ি ঝর্ণা দেখতে গিয়ে পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন এক কিশোর। নিখোঁজ কিশোরের নাম হাফেজ মেহরাব হোসাইন (১৮)।

স্থানীয় সূত্র জানায়, ১৭ জুন সকাল ৬টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা এবং হোটেল ওয়াকিয়ার মালিক মনজুর আলমের ছেলে মেহরাবের সাথে সাজ্জাদ, নাছিমসহ প্রায় ১৮ জন বন্ধুর একটি দল ফাত্রাঝিড়ি ঝর্ণা দেখতে যান।

ঝর্ণা দেখা শেষে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তারা ফেরার সময় হঠাৎ চলমান বৈরি আবহাওয়ায় পাহাড়ি ঢলে খালের পানির স্তর বেড়ে যায়। ফেরার পথে বাঁশের একটি ডাল ভেঙে গেলে মেহরাব পানিতে পড়ে যান এবং মুহূর্তেই স্রোতে ভেসে যান। এরপর থেকে তিনি নিখোঁজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, “যে খালটিতে মেহরাব ভেসে যান সেটি ধুরুম খালি থেকে রেজুখাল হয়ে সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তাই পরিবারের ধারণা, তিনি পানির স্রোতের টানে সমুদ্র পর্যন্ত ভেসে যেতে পারেন।”

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনেরা উদ্ধার অভিযানে নামলেও সন্ধ্যা পর্যন্ত মেহরাবের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মেহরাবের চাচা আবদুল মালেক প্রতিবেদনকে জানান, “আমরা ধারণা করছি পানির স্রোতে মেহরাব সমুদ্রে ভেসে গেছে। এখনো কোনো খোঁজ মেলেনি। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ হাফেজ মেহরাব হোসাইন সম্পর্কে কোনো তথ্য পান বা কোথাও দেখতে পান, তাহলে কক্সবাজারের মরিচ্যা বাজারস্থ ওয়ালটন প্লাজা মার্কেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক উদ্ধার তৎপরতার ঘোষণা না পাওয়া গেলেও পরিবার ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।