প্রযুক্তিগত অগ্রগতি ও জীবনযাত্রার মান উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় ‘কারিগরি শিক্ষার গুরুত্ব’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান যুগ হলো তথ্যপ্রযুক্তির যুগ।তাই যুগের সাথে তাল মেলাতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।”
উপজেলা প্রশাসন ও আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিজিএম আবুল কাসেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউনুছ, কলাউজান সুখছড়ি গৌর সুন্দর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও দেশ টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি মো. আব্দুর রহমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা কারিগরি শিক্ষার প্রসারে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।