ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন  হ্নীলার সড়ক দূর্ঘটনায় আরেকজনের মৃত্যু… টেকনাফে পুলিশের অভিযানে ৫৬ হাজার ইয়াবা উদ্ধার হ্নীলায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের ১৯ দিন ছিলেন চিকিৎসাধীন > চলে গেলেন মাইন বি’স্ফোর’ণে আহ’ত বিজিবি সদস্য প্রতিবাদের মুখে কবিতা চত্বরে স্থাপনা নির্মাণ বন্ধ করলো পর্যটন কর্পোরেশন জাতিসংঘ সামাজিক সম্মেলনে যোগ দেবেন সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া নাইক্ষ্যংছড়িতে ‘তারুণ্য উৎসব ২০২৫’ বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা সাংবাদিক কন্যা নুরিয়ান হাসান ফাল্গুন’র মোড়ক উন্মোচন শনিবার টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার করলো কোস্টগার্ড ৮ মাস পর খুললেও সেন্টমার্টিন যাবে না জাহাজ: পর্যটন ও পরিবেশ দু’টিই বাঁচানোর তাগিদ মেরুদন্ডের প্রচন্ড ব্যথা সইতে না পেরে দুইবার আত্মহত্যা চেষ্টা করেছিলেন নিহত আব্দুস শুক্কুর সেন্ট মার্টিনে নিষেধাজ্ঞা উঠছে কাল, তবে জাহাজ চলবে কি অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে: মির্জা ফখরুল গণভোট নিয়ে যে সিদ্ধান্তই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে: প্রেস সচিব

প্রতিবাদের মুখে কবিতা চত্বরে স্থাপনা নির্মাণ বন্ধ করলো পর্যটন কর্পোরেশন

আপত্তি ও প্রতিবাদের মুখে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ জানিয়েছেন, আপত্তি ওঠায় আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, “যারা আপত্তি করছেন, তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

শুক্রবার কবিতা চত্বরে বড় বড় গর্ত করে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) তে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। পাশাপাশি, সরেজমিনে গিয়ে আপত্তি জানান সাবেক মেয়র সরওয়ার কামাল, বাপা কক্সবাজারের সভাপতি সাংবাদিক এইচ এম এরশাদ, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, ‘আমরা কক্সবাজারবাসী’ সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ অন্যরা।

তাদের দাবি, কবিতা চত্বরে রয়েছে ঝাউগাছসহ সাগর তীরবর্তী প্রতিবেশ সংকটাপন্ন এলাকা। সেখানে স্থাপনা নির্মাণে সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পর্যটন কর্পোরেশন কাজ শুরু করেছে, যা পরিবেশের জন্য হুমকি।

এ বিষয়ে বিএনপি নেতা রাশেদ মোহাম্মদ আলী তাঁর ফেসবুক পোস্টে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে লেখেন,
“কবিতা চত্বর সবার জন্য উন্মুক্ত এলাকা। এখানে কবিতার আসর, পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়। অথচ এখন দেখছি পর্যটন করপোরেশন এটি কংক্রিটের ঘেরা দিচ্ছে! সমুদ্র সৈকতের এই জায়গাটা কি পর্যটন করপোরেশনের? তাদের কি কোনো অধিকার আছে দেয়াল তোলার? আহারে! সরকারি-বেসরকারি যে যেভাবে পারছে, পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকতটিকে ভোগ করছে। প্রতিদিন ধর্ষিত হচ্ছে, দেখার কেউ নেই, বলার কেউ নেই।”

পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ বলেন, “এখানে কোনো স্থাপনা নির্মাণ নয়, পর্যটন কর্পোরেশনের মালিকানাধীন এলাকা চিহ্নিত করতে নেট লাগানো হচ্ছিল। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই পিলার স্থাপনের জন্য গর্ত করা হয়েছিল।”

তিনি আরও জানান, “যেহেতু আপত্তি এসেছে, তাই আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।”

ট্যাগ :

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

This will close in 6 seconds

প্রতিবাদের মুখে কবিতা চত্বরে স্থাপনা নির্মাণ বন্ধ করলো পর্যটন কর্পোরেশন

আপডেট সময় : ০৮:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

আপত্তি ও প্রতিবাদের মুখে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ জানিয়েছেন, আপত্তি ওঠায় আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, “যারা আপত্তি করছেন, তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

শুক্রবার কবিতা চত্বরে বড় বড় গর্ত করে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) তে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। পাশাপাশি, সরেজমিনে গিয়ে আপত্তি জানান সাবেক মেয়র সরওয়ার কামাল, বাপা কক্সবাজারের সভাপতি সাংবাদিক এইচ এম এরশাদ, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, ‘আমরা কক্সবাজারবাসী’ সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ অন্যরা।

তাদের দাবি, কবিতা চত্বরে রয়েছে ঝাউগাছসহ সাগর তীরবর্তী প্রতিবেশ সংকটাপন্ন এলাকা। সেখানে স্থাপনা নির্মাণে সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পর্যটন কর্পোরেশন কাজ শুরু করেছে, যা পরিবেশের জন্য হুমকি।

এ বিষয়ে বিএনপি নেতা রাশেদ মোহাম্মদ আলী তাঁর ফেসবুক পোস্টে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে লেখেন,
“কবিতা চত্বর সবার জন্য উন্মুক্ত এলাকা। এখানে কবিতার আসর, পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়। অথচ এখন দেখছি পর্যটন করপোরেশন এটি কংক্রিটের ঘেরা দিচ্ছে! সমুদ্র সৈকতের এই জায়গাটা কি পর্যটন করপোরেশনের? তাদের কি কোনো অধিকার আছে দেয়াল তোলার? আহারে! সরকারি-বেসরকারি যে যেভাবে পারছে, পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকতটিকে ভোগ করছে। প্রতিদিন ধর্ষিত হচ্ছে, দেখার কেউ নেই, বলার কেউ নেই।”

পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ বলেন, “এখানে কোনো স্থাপনা নির্মাণ নয়, পর্যটন কর্পোরেশনের মালিকানাধীন এলাকা চিহ্নিত করতে নেট লাগানো হচ্ছিল। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই পিলার স্থাপনের জন্য গর্ত করা হয়েছিল।”

তিনি আরও জানান, “যেহেতু আপত্তি এসেছে, তাই আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।”