কক্সবাজারে অভিনব কায়দায় পেটের মধ্যে ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গা যুবককে আটকের কথা জানিয়েছে সেনাবাহিনী। শনিবার রাত ১২ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এই তথ্য জানায়।
আটক ওই যুবকের নাম মোঃআব্দুল্লাহ (২০)। সে লেদা এলএমএস-২৪ ব্লক-সি ক্যাম্পের বাসিন্দা।
আইএসপিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যার দিকে শহরের কলাতলী এলাকায় দেশের চলমান যৌথ মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সেনাবাহিনীর গোয়েন্দা মাঠকর্মী কর্তৃক সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে অভিনব কায়দায় পেটের মধ্যে মাদক পাচারকালে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়। পরবর্তীতে তাকে আর্মি ক্যাম্প (৯ইবি) তে এনে পেট থেকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ইয়াবা ট্যাবলেট বের করার পর কক্সবাজার সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
“উক্ত মাদক পাচার চক্রটি দীর্ঘদিন ধরে একই রকম অভিনব কায়দায় কক্সবাজার থেকে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ইয়াবা পাচার করে বলে জানা যায়। দীর্ঘদিন ধরে এই বিশেষ চক্রটিকে ধরতে গোয়েন্দা নজরদারি চলমান ছিল। তারই ধারাবাহিকতায় আজ উক্ত মাদক কারবারি চক্রটিকে সেনাবাহিনী গোয়েন্দা নজরদারি মাধ্যমে ধরতে সক্ষম হয়”। উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।
এমন মাদকবিরোধী অভিযান চলবে এবং মাদক পাচারে শক্ত ভূমিকা পালন করবে। এছাড়াও মাদক গডফাদারদের ধরার ব্যাপারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।