কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুটের সভাপতিত্বে এবং ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.বাহাদুর শাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক এম. মোসলেম উদ্দিন, ডাক্তার বেলাল হায়দার, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, উপজেলা কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনিসহ অন্যান্যরা।
পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট বলেন,
আমাদের প্রিয় অভিভাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আমাদের রাজনীতির প্রান পুরুষ। তিনি পেকুয়াবাসীকে অনেক কিছু দিয়েছেন। এবার আমাদেরও উচিত ওনার জন্য কিছু করার। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা সেটা দেখিয়ে দিবো৷
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে শাকিল সিকদার, দিদারুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, ইয়াসিন আরফাত, আবু হেনা মোস্তফা কামাল ফাহিম ও সাঈদী রহমান, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরীসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।