কক্সবাজারের পেকুয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১অক্টোবর) ব্লাড বক্স অফ বাংলাদেশ (বিবিওবি) এর উদ্যোগে বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, বক্স অফ বাংলাদেশের টিম লিডার ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শরীফ, সহ সাধারণ সম্পাদক আব্দু রহিম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শরীফ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরিদ, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ সাইমন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিরুল সাব্বির, আইন ও মানবাধিকার সম্পাদক আবু হানিফ,
মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শাহিন আক্তার, কার্যকরী সদস্য উর্মি আক্তার, সহ কার্যকরী সদস্য মোহাম্মদ সাকিব এবং সহ কার্যকরী সদস্য ইফতেখারসহ আরও অনেকে।
ব্লাড বক্স অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক ও প্রোগ্রামের টিম লিডার শাহাব উদ্দিন শরীফ বলেন,
“ব্লাড বক্স অফ বাংলাদেশ কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ও অবহেলিত স্কুল-গ্রাম পর্যায়ে এই ধরনের মানবিক ও সচেতনতামূলক প্রোগ্রাম নিয়মিতভাবে আয়োজন করতে চায়।”মানবতার সেবায় ব্লাড বক্স অফ বাংলাদেশ সর্বদা প্রস্তুত।
রেজাউল করিম, পেকুয়া 






















