কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎ এর লাইন রক্ষণাবেক্ষণ ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তন করায় পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তার উপর সংঘবদ্ধভাবে হামলা করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে।
শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকায় পেকুয়া পল্লী বিদ্যুৎ অফিসের অধিনস্থ মগনামা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ প্রবল দে, লাইন ওয়ার্কার আব্দুল আজিজ রাজাখালী নতুন ঘোনায় বিদ্যূত লাইনের জন্য ঝুঁকি পূর্ণ গাছ কাটার সময় অতর্কিত সন্ত্রাসী হামলা করলে কর্মকর্তা প্রবাল দে ও লাইন ওয়ার্কার আবদুল আজিজ আহত হন। এদের মধ্যে প্রবাল দে গুরুতর আহত হয়েছেন।
পেকুয়া পল্লী বৈদ্যুৎ প্রকৌশলী একে এম ফিরোজ কবির বলেন, পেকুয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে লাইন রক্ষণাবেক্ষণ ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তন করার কাজ চলছে। তারই ধারাবাহিকতায় আজ রাজাখালী নতুন ঘোনা এলাকায় বৈদ্যুতিক লাইন রক্ষাণাবেক্ষণ ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তন করায় স্থানীয় কিছু সন্ত্রাসী আমার কর্মকর্তা -কর্মচারীর উপর সংঘবদ্ধ হামলা করে। হামলার খবর পেয়ে পেকুয়া থানাকে অবগত করলে পেকুয়া থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় হামলাকারীর বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয়।
তিনি আরো বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় লোকজন বলেন, হামলাকারীরা বেপরোয়া অপরাধী সিন্ডিকেট, তারা প্রায় সময় এলাকায় অঘটন ঘটাতেই থাকে।
প্রত্যক্ষদর্শী ও পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তাদের দেয়া তথ্য মতে, হামলাকারীরা হলেন, রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকার শহর আলীর ছেলে আবুল কালাম (৫৫) ও তার ছেলে মোহাম্মদ জিয়া (২২) ও মোহাম্মদ আজাদ (২৪) সহ আরো ৫/৬জন সংঘবদ্ধ চক্র।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে। পল্লী বিদ্যুতের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।