কক্সবাজারের কলাতলীতে অটো রিক্সা নিয়ে এসে ফিল্মি কায়দায় পর্যটকের মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১২ জুলাই) রাত ৯ টার দিকে শহরের কলাতলীর ওশান প্যারাডাইস সংলগ্ন প্রধান সড়কে এই ঘটনা ঘটে।
এসময় এক ছিনতাইকারীকে আটক করে মীর্জা নামের এক ছাত্রদলকর্মী সহ স্থানীয়রা।
ভুক্তভোগী ঢাকার আব্দুল্লাহপূরের বাসিন্দা মো:সুমন মিয়া জানান, রাতে অটো রিক্সা নিয়ে এসে তার বন্ধু ফেরদৌসের ফোন ছিনতাই করে। তারা প্রতিরোধ করতে চাইলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে।
এসময় ছাত্রদলকর্মী মির্জা স্থানীয়দের সাথে নিয়ে একজনকে আটক করে টূরিষ্ট পুলিশের কাছে সৌপর্দ করার কথা জানান সুমন মিয়া।
সুমন বলেন, টুরিষ্ট পুলিশ আটক ছিনতাইকারীকে কক্সবাজার সদর মডেল থানায় পাঠিয়ে দিয়েছে এবং বলেছে মোবাইল উদ্ধারের জন্য সেখানেই আইনী পদক্ষেপ নেয়ার জন্য।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান এক ছিনতাইকারীকে টুরিষ্ট পুলিশ কর্তৃক তাদের কাছে হস্তান্তরের কথা জানিয়ে বলেন, ভুক্তভোগীরা থানায় আছে এবং আইনী প্রক্রিয়ায় আছে।
তবে ভুক্তভোগী সুমন মিয়া জানান, কক্সবাজার সদর থানায় আটক ছিনতাইকারীকে নিয়ে মোবাইল উদ্ধার না করে উল্টো মামলা করার জন্য বলা হচ্ছে।
ভুক্তভোগীরা ঢাকার বিজিএমইএ বস্ত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র।
“সামনে আমাদের প্রথম বর্ষের পরীক্ষা। মামলা করলে আবার কক্সবাজার আসতে হবে। এই ঘটনায় পুলিশের কোনো তৎপরতা দেখছি না, তাই আমরা মোবাইল ফোনের আশা ছেড়ে দিয়ে ঢাকার উদ্দেশ্য চলে যাচ্ছি”- বলেন সুমন মিয়া।