ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার এসে পর্যটকদের আর চিন্তা নেই এসে গেছে ‘ভ্রমণিকা’ অ্যাপ শুক্রবার কক্সবাজার আসছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব জামালপুরের ‘যৌনপল্লী’ থেকে রোহিঙ্গা ক্যাম্প – মাদকের এডি দিদারুলের যত অপকর্ম! সাংবাদিককে ফাঁসাতে কক্সবাজার মাদকদ্রব্য অধিদপ্তরের লাইভ নাটক! “আমার বোনের কান্না, আর না-আর না” পেকুয়ার বানৌজা শেখ হাসিনা নৌঘাঁটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে বানৌজা পেকুয়া পেকুয়ার নৌঘাঁটি সহ সামরিক বাহিনীর ৮ সংস্থা-স্থাপনার নাম পরিবর্তন ধর্ম উপদেষ্টা কক্সবাজার আসছেন সোমবার: জেলা মডেল মসজিদ উদ্বোধন করবেন চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান: ৫৯ হাজার টাকা জরিমানা মব ভায়োল্যান্স সৃষ্টিকারী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: মাহফুজ আলম ব্যারিস্টার সাফফাত ফারদিন চৌধুরী – মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি রিজার্ভ এখন ২১.৪০ বিলিয়ন ডলার ধর্ষণের মামলা ৯০ দিনে শেষ করতে আইন হচ্ছে : উপদেষ্টা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর পরিচালনা বোর্ডের সদস্য হলেন কাজল বদরখালীতে মহেশখালী পারাপারের গাড়ি যখন ইচ্ছে আটকে দিচ্ছে কতিপয় লোকজন

নী‌লিমা আকতার চৌধুরীর আর্ন্তজা‌তিক পুরুস্কারের জন্য মনোনীত

 

কক্সবাজা‌রের সাগরকন‌্যা খ‌্যাত নী‌লিমা আকতার চৌধুরীর আর্ন্তজা‌তিক IWEC – International Economic Empowerment Program for Women এ‌্যাওয়ার্ডের জন‌্য নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

International Women’s Entrepreneurial Challenge Foundation (IWEC Foundation) ফাউন্ডেশন হল মহিলাদের জন্য একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচি যা ২০০৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহায়তায় গঠিত হয়েছিল। IWEC সংস্থার বর্তমান চেয়ারপারসন Ms. Ibukun Awosika, Chairwoman, IWEC Foundation, New York, NY 10028, www.iwecfoundation.org ই‌মে‌ই‌লের বরাত দি‌য়ে ব‌্যক্তিগতভা‌বে অভিনন্দন ও এই সন্মানজনক পুরস্কা‌রের জন‌্য নির্বা‌চিত হওয়ার বিষয়‌টি ঘোষনা দি‌য়ে‌ছেন এবং পাশাপ‌শি চট্টগ্রামস্থ চট্টগ্রাম ও‌মেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌ষ্ট্রিজ্স CWCCI কে ধন‌্যবাদ জা‌নি‌য়ে‌ছেন । উক্ত সন্মানজনক পুরস্কার ও প্রাইজমা‌নি গ্রহ‌ণের জন‌্য নী‌লিমা আকতার চৌধুরী‌কে বা‌র্সিলোনা, স্পে‌নের যাওয়ার আমন্ত্রন জানানা হয়।

IWEC ফাউন্ডেশন হল মহিলাদের জন্য একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচি যা ২০০৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহায়তায় গঠিত হয়েছিল। এটি ডিজাইন করা হয়েছে বিশ্বব্যাপী চেম্বার অফ কমার্সের অংশগ্রহণের মাধ্যমে সফল মহিলা ব্যবসায়ীদের জন্য একটি বিশ্বব্যাপী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলা, যা তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার অর্জন এবং সম্প্রসারণে সহায়তা করবে। পররাষ্ট্র দপ্তর ছাড়াও, এর প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছে বার্সেলোনা চেম্বার অফ কমার্স, ম্যানহাটন চেম্বার অফ কমার্স (MCC), নয়াদিল্লিতে FICCI/FLO চেম্বার। প্রাথমিক পর্যায় থেকেই, মার্কিন পররাষ্ট্র দপ্তর আমাদের নেটওয়ার্কে আফ্রিকান মহিলাদের অন্তর্ভুক্তির সমর্থন করে IWEC-এর আন্তর্জাতিক পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

২০০৭ সাল থেকে শুরু করে,বার্ষিক সম্মেলনগুলি বার্সেলোনা, নিউ ইয়র্ক, নয়াদিল্লি, কেপ টাউন, লিমা, স্টকহোম, ইস্তাম্বুল, ব্রাসেলস, সিয়াটল, সাংহাই, মাদ্রিদ এবং ইতালির তুরিনে অনুষ্ঠিত হয়েছে।

IWEC বিশ্বব‌্যাপ‌ি ম‌হিলাদের সম্মানিত করার ল‌ক্ষ্যে কাজ ক‌র‌ছেন যারা সমাজ বি‌র্নিমা‌নে, মান‌বিক কার্যক্রমের পাশাপা‌শি ব্যবসা ও আত্ম‌নির্ভরশীলতার সর্বোচ্চ মান অর্জন করেছেন এবং তাদের বিশ্বব্যাপী প্রচারণার মাধ্যমে তাদের কোম্পানিগুলিকে প্রসারিত করেছেন। এখন পর্যন্ত বিশ্বের (৪৮টি দেশ) ৫৩৮ জন পুরষ্কারপ্রাপ্তকে সম্মানিত করা হ‌য়ে‌ছে যারা সকল শিল্প খাতের প্রতিনিধিত্ব করেন। এবং এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মধ্যপ্রাচ্য, ইন্দোনেশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, চীন এবং তিনটি আফ্রিকান দেশের ম‌হিলাদের সহ আরও সফল ম‌হিলা ব্যবসায়ীদের সম্মানিত করা হ‌বে ব‌লে জানা‌নো হ‌য়ে‌ছে।

উ‌ল্লেখ‌্য যে, জাতীয় ও একা‌ধিক আর্ন্তজা‌তিক পদক প্রাপ্ত বেসরকারী সমাজ উন্নয়নমুলক সংস্থা অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা সভাপ‌তি নী‌লিমা আকতার চৌধুরী ই‌তিপূ‌র্বে ০৬ বার জাতীয় ও কমনও‌য়েলথ পদক‌ে ভূষিত হ‌য়ে‌ছেন এবং সমাজ‌ ও মান‌বিক সেবার পাশাপা‌শি একজন সফল উ‌দ্যোক্তা যার নেতৃ‌ত্বে কক্সবাজার ও চট্টগ্রা‌মের ০৫ লক্ষা‌ধিক প্রা‌ন্তিক, হত দরিদ্র, ব‌ঞ্চিত ম‌হিলা স্বাবলম্বী হ‌য়ে‌ছেন ও বি‌ভিন্ন সহায়তা প্রাপ্ত হ‌য়ে‌ছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার এসে পর্যটকদের আর চিন্তা নেই এসে গেছে ‘ভ্রমণিকা’ অ্যাপ

This will close in 6 seconds

নী‌লিমা আকতার চৌধুরীর আর্ন্তজা‌তিক পুরুস্কারের জন্য মনোনীত

আপডেট সময় : ০৮:০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

 

কক্সবাজা‌রের সাগরকন‌্যা খ‌্যাত নী‌লিমা আকতার চৌধুরীর আর্ন্তজা‌তিক IWEC – International Economic Empowerment Program for Women এ‌্যাওয়ার্ডের জন‌্য নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

International Women’s Entrepreneurial Challenge Foundation (IWEC Foundation) ফাউন্ডেশন হল মহিলাদের জন্য একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচি যা ২০০৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহায়তায় গঠিত হয়েছিল। IWEC সংস্থার বর্তমান চেয়ারপারসন Ms. Ibukun Awosika, Chairwoman, IWEC Foundation, New York, NY 10028, www.iwecfoundation.org ই‌মে‌ই‌লের বরাত দি‌য়ে ব‌্যক্তিগতভা‌বে অভিনন্দন ও এই সন্মানজনক পুরস্কা‌রের জন‌্য নির্বা‌চিত হওয়ার বিষয়‌টি ঘোষনা দি‌য়ে‌ছেন এবং পাশাপ‌শি চট্টগ্রামস্থ চট্টগ্রাম ও‌মেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌ষ্ট্রিজ্স CWCCI কে ধন‌্যবাদ জা‌নি‌য়ে‌ছেন । উক্ত সন্মানজনক পুরস্কার ও প্রাইজমা‌নি গ্রহ‌ণের জন‌্য নী‌লিমা আকতার চৌধুরী‌কে বা‌র্সিলোনা, স্পে‌নের যাওয়ার আমন্ত্রন জানানা হয়।

IWEC ফাউন্ডেশন হল মহিলাদের জন্য একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচি যা ২০০৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহায়তায় গঠিত হয়েছিল। এটি ডিজাইন করা হয়েছে বিশ্বব্যাপী চেম্বার অফ কমার্সের অংশগ্রহণের মাধ্যমে সফল মহিলা ব্যবসায়ীদের জন্য একটি বিশ্বব্যাপী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলা, যা তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার অর্জন এবং সম্প্রসারণে সহায়তা করবে। পররাষ্ট্র দপ্তর ছাড়াও, এর প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছে বার্সেলোনা চেম্বার অফ কমার্স, ম্যানহাটন চেম্বার অফ কমার্স (MCC), নয়াদিল্লিতে FICCI/FLO চেম্বার। প্রাথমিক পর্যায় থেকেই, মার্কিন পররাষ্ট্র দপ্তর আমাদের নেটওয়ার্কে আফ্রিকান মহিলাদের অন্তর্ভুক্তির সমর্থন করে IWEC-এর আন্তর্জাতিক পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

২০০৭ সাল থেকে শুরু করে,বার্ষিক সম্মেলনগুলি বার্সেলোনা, নিউ ইয়র্ক, নয়াদিল্লি, কেপ টাউন, লিমা, স্টকহোম, ইস্তাম্বুল, ব্রাসেলস, সিয়াটল, সাংহাই, মাদ্রিদ এবং ইতালির তুরিনে অনুষ্ঠিত হয়েছে।

IWEC বিশ্বব‌্যাপ‌ি ম‌হিলাদের সম্মানিত করার ল‌ক্ষ্যে কাজ ক‌র‌ছেন যারা সমাজ বি‌র্নিমা‌নে, মান‌বিক কার্যক্রমের পাশাপা‌শি ব্যবসা ও আত্ম‌নির্ভরশীলতার সর্বোচ্চ মান অর্জন করেছেন এবং তাদের বিশ্বব্যাপী প্রচারণার মাধ্যমে তাদের কোম্পানিগুলিকে প্রসারিত করেছেন। এখন পর্যন্ত বিশ্বের (৪৮টি দেশ) ৫৩৮ জন পুরষ্কারপ্রাপ্তকে সম্মানিত করা হ‌য়ে‌ছে যারা সকল শিল্প খাতের প্রতিনিধিত্ব করেন। এবং এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মধ্যপ্রাচ্য, ইন্দোনেশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, চীন এবং তিনটি আফ্রিকান দেশের ম‌হিলাদের সহ আরও সফল ম‌হিলা ব্যবসায়ীদের সম্মানিত করা হ‌বে ব‌লে জানা‌নো হ‌য়ে‌ছে।

উ‌ল্লেখ‌্য যে, জাতীয় ও একা‌ধিক আর্ন্তজা‌তিক পদক প্রাপ্ত বেসরকারী সমাজ উন্নয়নমুলক সংস্থা অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা সভাপ‌তি নী‌লিমা আকতার চৌধুরী ই‌তিপূ‌র্বে ০৬ বার জাতীয় ও কমনও‌য়েলথ পদক‌ে ভূষিত হ‌য়ে‌ছেন এবং সমাজ‌ ও মান‌বিক সেবার পাশাপা‌শি একজন সফল উ‌দ্যোক্তা যার নেতৃ‌ত্বে কক্সবাজার ও চট্টগ্রা‌মের ০৫ লক্ষা‌ধিক প্রা‌ন্তিক, হত দরিদ্র, ব‌ঞ্চিত ম‌হিলা স্বাবলম্বী হ‌য়ে‌ছেন ও বি‌ভিন্ন সহায়তা প্রাপ্ত হ‌য়ে‌ছেন।