কক্সবাজারে রামুর হিমছড়িতে সাগরে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজের একদিন পর ভেসে এলো এক জেলের মৃতদেহ।
ভেসে আসা মৃতদেহটি পেঁচারদ্বীপের মীর কাসেমের ছেলে জাহেদ আলম (২৬)এর বলে জানা গেছে।
সোমবার সকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকার সৈকতে মৃতদেহটি ভেসে আসে বলে জানান রামু থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।
স্থানীয়দের বরাতে আরিফ হোছাইন বলেন, ৮ নভেম্বর বিকালে রামুর পেঁচারদ্বী দিয়ে জাহেদ আলম সহ স্থানীয় ৩ জেলে ছোট একটি নৌকা যোগে সাগরে মাছ ধরতে যায়। ওইদিন মধ্যরাতে মাছ ধরে ফেরার পথে সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে নৌকার মাঝি আব্দুল মাবুদ ও জেলে এহসানুল হক কূলে ফিরে আসতে সক্ষম হলেও জাহেদ আলম নিখোঁজ ছিলো। পরে স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।
সোমবার সকালে রামুর পেঁচারদ্বীপ সৈকতে একটি মৃতদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
ওসি জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 




















