সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ সিফাত উল্লাহ সেফুদা বলেছেন,’ আগামী ডিসেম্বরেই আমি সাকিব আল হাসানকে নিয়ে দেশে ফিরছি।’
নিজের ভেরিফাইড আইডি থেকে পোস্ট করা ২৬ সেকেন্ডের এক ভিডিও বার্তা সেফুদা বলেন, সাকিব আল হাসান বাংলাদেশে আসবে, সাকিব আল হাসানকে যদি এরেস্ট করে আমি সেফুদা বাংলাদেশে গিয়ে তাকে বের করে আনবো।’
তিনি সাকিবের উদ্দেশ্যে ইংরেজিতে বলেন, ‘ সাকিব তুমি চিন্তা করোনা, আমি ডিসেম্বরে তোমাকে দেশে নিয়ে যাবো এক মাস অপেক্ষা করো।’
সেফুদার এমন বক্তব্যে নেটিজেনদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে আসেন নি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। পরিবার সহ তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।