সীমান্তে সিসিটিভি লাগিয়ে চোরাচালান নিয়ন্ত্রণ করা শীর্ষ সন্ত্রাসী শাহীনুর রহমান শাহীনের সহযোগী মোহাম্মদ ইকবালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব-১৫।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বলেছে গ্রেফতার ইকবাল ‘ডাকাত শাহীনের ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত।
এর আগে বিকেলে গ্রেফতার করা হয় শাহীনের আরেক সহযোগী জাহাঙ্গীরকে। সে রামুর গর্জনিয়ার থোয়াইংগাকাটা এলাকায় লুকিয়ে ছিলো।
র্যাব জানায়, যৌথ বাহিনীর অভিযানে শাহীন আটক হওয়ার পর থেকে তার বেতনভুক্ত সহযোগীরা পালিয়ে ছিলো। যাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে।
গ্রেফতারকৃতদের রামু থানায় হস্তান্তর করেছে র্যাব। তাদের অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনসহ চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।