ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দশদিন পর আবারো ঘুমধুম সীমান্তে গোলাগুলির শব্দ, কি হচ্ছে ওপারে? টেকনাফে এসে অপহরণের শিকার সেন্টমার্টিনের যুবক: ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি স্বাধীনতাবিরোধী ও সরকারসৃষ্ট দল দুটি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: হাফিজ উদ্দিন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমানায় মাসব্যাপী জরিপ করবে নরওয়ে জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দিলে ‘খারাপ নজির’ সৃষ্টি হবে: সালাহউদ্দিন আহমেদ দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে আছে: সেনাপ্রধান যুবকের জরিমানাসহ ৭ বছরের কারাদণ্ড বঙ্গোপসাগরে বাংলাদেশি অংশে জরিপে নামছে নরওয়ের গবেষণা জাহাজ আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ৪ মিলিয়ন ইউরো দেবে ইইউ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব : আসিফ নজরুল তিস্তা প্রকল্পে চীনা ঋণ নিতে চায় সরকার, চেয়েছে ৬ হাজার ৭০০ কোটি টাকা ছাত্ররাজনীতিতে পরিবর্তন চান শিক্ষার্থীরা ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ইনানীতে আত্মপ্রকাশ করলো শফির বিল জেলে কল্যাণ সমিতি

টেস্ট নেতৃত্ব ছেড়ে দিলেন শান্ত

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে সেখানে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যম।

কলম্বো টেস্টের চতুর্থ দিনে ইনিংস ও ৭৮ রানে হেরে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ।

কিছুদিন আগ পর্যন্ত তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। পরে তার জায়গায় টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয় লিটন কুমার দাসকে। এরপর গত ১২ জুন হুট করেই ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম জানায় বিসিবি। এবার শান্ত নিজেই সরে গেলেন টেস্ট অধিনায়কত্ব থেকে।

১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত, বাংলাদেশের হয়ে যা পঞ্চম সর্বোচ্চ। তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে চারটি জয়। জয়ের সাফল্যে তিনি বাংলাদেশের দ্বিতীয় সেরা টেস্ট অধিনায়ক। তবে একাধিক টেস্টে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে জয়-পরাজয়ের অনুপাত ও জয়ের শতকরা অনুপাতে শান্তই বাংলাদেশের সেরা।

২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে সাদা পোশাকে নেতৃত্বে অভিষেক হয় শান্তর। যদিও তখন তিনি নেতৃত্ব দিচ্ছিলেন সাকিব আল হাসানের জায়গায় ভারপ্রাপ্ত দায়িত্বে। টেস্ট নেতৃত্বে অভিষেকেই সেঞ্চুরি করেন তিনি, দলও জিতে যায় ১৫০ রানে। সময়ের পরিক্রমায় পরে নিয়মিত অধিনায়ক হিসেবেও দায়িত্ব পান। এখন সেই পথচলার সমাপ্তি।

শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট সিরিজের প্রথম টেস্টে গলে ড্র ম্যাচে তিনি জোড়া সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তার ইনিংস ঘোষণা করতে দেরি করা নিয়ে সমালোচনা হয়েছিল তার নেতৃত্বের।

নতুন অধিনায়ক চূড়ান্ত করতে বিসিবির হাতে সময় আছে অনেকটাই। বাংলাদেশের পরের টেস্ট দেশের মাঠে আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দশদিন পর আবারো ঘুমধুম সীমান্তে গোলাগুলির শব্দ, কি হচ্ছে ওপারে?

This will close in 6 seconds

টেস্ট নেতৃত্ব ছেড়ে দিলেন শান্ত

আপডেট সময় : ০৩:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে সেখানে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যম।

কলম্বো টেস্টের চতুর্থ দিনে ইনিংস ও ৭৮ রানে হেরে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ।

কিছুদিন আগ পর্যন্ত তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। পরে তার জায়গায় টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয় লিটন কুমার দাসকে। এরপর গত ১২ জুন হুট করেই ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম জানায় বিসিবি। এবার শান্ত নিজেই সরে গেলেন টেস্ট অধিনায়কত্ব থেকে।

১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত, বাংলাদেশের হয়ে যা পঞ্চম সর্বোচ্চ। তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে চারটি জয়। জয়ের সাফল্যে তিনি বাংলাদেশের দ্বিতীয় সেরা টেস্ট অধিনায়ক। তবে একাধিক টেস্টে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে জয়-পরাজয়ের অনুপাত ও জয়ের শতকরা অনুপাতে শান্তই বাংলাদেশের সেরা।

২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে সাদা পোশাকে নেতৃত্বে অভিষেক হয় শান্তর। যদিও তখন তিনি নেতৃত্ব দিচ্ছিলেন সাকিব আল হাসানের জায়গায় ভারপ্রাপ্ত দায়িত্বে। টেস্ট নেতৃত্বে অভিষেকেই সেঞ্চুরি করেন তিনি, দলও জিতে যায় ১৫০ রানে। সময়ের পরিক্রমায় পরে নিয়মিত অধিনায়ক হিসেবেও দায়িত্ব পান। এখন সেই পথচলার সমাপ্তি।

শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট সিরিজের প্রথম টেস্টে গলে ড্র ম্যাচে তিনি জোড়া সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তার ইনিংস ঘোষণা করতে দেরি করা নিয়ে সমালোচনা হয়েছিল তার নেতৃত্বের।

নতুন অধিনায়ক চূড়ান্ত করতে বিসিবির হাতে সময় আছে অনেকটাই। বাংলাদেশের পরের টেস্ট দেশের মাঠে আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম