ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতি ট্রেনে ধাক্কা দিল কেন? একদিনের ব্যবধানে আবারও বাড়লো সোনার দাম অসুস্থ বোধ করছেন খালেদা জিয়া, নেয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে দুই প্রতিবন্ধীকে মানবিক টিম কুতুবদিয়ার উদ্যোগে হুইল চেয়ার বিতরণ কক্সবাজারে পর্যটন উন্নয়নে প্রমোশনাল পরিকল্পনা কর্মশালা মাইলস্টোনে নিহতদের স্মরণে কক্সবাজারে যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের প্রদীপ প্রজ্বলন নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ করা মিয়ানমারের ৭১ নাগরিক ফিরলো স্বদেশে এক বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ: প্রধান উপদেষ্টা কুতুপালংয়ে বখতিয়ার মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত শহীদদের ত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস- চকরিয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন লামায় কটেজ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার নিজ থেকে পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা বর্ডার গার্ড পাবলিক স্কুলের নতুন নামকরণ হতাহতদের পরিবারকে ১০ লাখ করে ক্ষতিপূরণ দিতে রিট মহেশখালীতে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

টেস্ট নেতৃত্ব ছেড়ে দিলেন শান্ত

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে সেখানে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যম।

কলম্বো টেস্টের চতুর্থ দিনে ইনিংস ও ৭৮ রানে হেরে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ।

কিছুদিন আগ পর্যন্ত তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। পরে তার জায়গায় টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয় লিটন কুমার দাসকে। এরপর গত ১২ জুন হুট করেই ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম জানায় বিসিবি। এবার শান্ত নিজেই সরে গেলেন টেস্ট অধিনায়কত্ব থেকে।

১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত, বাংলাদেশের হয়ে যা পঞ্চম সর্বোচ্চ। তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে চারটি জয়। জয়ের সাফল্যে তিনি বাংলাদেশের দ্বিতীয় সেরা টেস্ট অধিনায়ক। তবে একাধিক টেস্টে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে জয়-পরাজয়ের অনুপাত ও জয়ের শতকরা অনুপাতে শান্তই বাংলাদেশের সেরা।

২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে সাদা পোশাকে নেতৃত্বে অভিষেক হয় শান্তর। যদিও তখন তিনি নেতৃত্ব দিচ্ছিলেন সাকিব আল হাসানের জায়গায় ভারপ্রাপ্ত দায়িত্বে। টেস্ট নেতৃত্বে অভিষেকেই সেঞ্চুরি করেন তিনি, দলও জিতে যায় ১৫০ রানে। সময়ের পরিক্রমায় পরে নিয়মিত অধিনায়ক হিসেবেও দায়িত্ব পান। এখন সেই পথচলার সমাপ্তি।

শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট সিরিজের প্রথম টেস্টে গলে ড্র ম্যাচে তিনি জোড়া সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তার ইনিংস ঘোষণা করতে দেরি করা নিয়ে সমালোচনা হয়েছিল তার নেতৃত্বের।

নতুন অধিনায়ক চূড়ান্ত করতে বিসিবির হাতে সময় আছে অনেকটাই। বাংলাদেশের পরের টেস্ট দেশের মাঠে আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হাতি ট্রেনে ধাক্কা দিল কেন?

This will close in 6 seconds

টেস্ট নেতৃত্ব ছেড়ে দিলেন শান্ত

আপডেট সময় : ০৩:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে সেখানে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যম।

কলম্বো টেস্টের চতুর্থ দিনে ইনিংস ও ৭৮ রানে হেরে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ।

কিছুদিন আগ পর্যন্ত তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। পরে তার জায়গায় টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয় লিটন কুমার দাসকে। এরপর গত ১২ জুন হুট করেই ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম জানায় বিসিবি। এবার শান্ত নিজেই সরে গেলেন টেস্ট অধিনায়কত্ব থেকে।

১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত, বাংলাদেশের হয়ে যা পঞ্চম সর্বোচ্চ। তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে চারটি জয়। জয়ের সাফল্যে তিনি বাংলাদেশের দ্বিতীয় সেরা টেস্ট অধিনায়ক। তবে একাধিক টেস্টে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে জয়-পরাজয়ের অনুপাত ও জয়ের শতকরা অনুপাতে শান্তই বাংলাদেশের সেরা।

২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে সাদা পোশাকে নেতৃত্বে অভিষেক হয় শান্তর। যদিও তখন তিনি নেতৃত্ব দিচ্ছিলেন সাকিব আল হাসানের জায়গায় ভারপ্রাপ্ত দায়িত্বে। টেস্ট নেতৃত্বে অভিষেকেই সেঞ্চুরি করেন তিনি, দলও জিতে যায় ১৫০ রানে। সময়ের পরিক্রমায় পরে নিয়মিত অধিনায়ক হিসেবেও দায়িত্ব পান। এখন সেই পথচলার সমাপ্তি।

শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট সিরিজের প্রথম টেস্টে গলে ড্র ম্যাচে তিনি জোড়া সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তার ইনিংস ঘোষণা করতে দেরি করা নিয়ে সমালোচনা হয়েছিল তার নেতৃত্বের।

নতুন অধিনায়ক চূড়ান্ত করতে বিসিবির হাতে সময় আছে অনেকটাই। বাংলাদেশের পরের টেস্ট দেশের মাঠে আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম