জিপের নীচে থাকা ডিসপেনসার বক্সে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচার কালে টেকনাফ উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
৩০ অক্টোবর বিকেল সোয়া চারটার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালি গ্রামের মৃত জানে আলমের ছেলে মোঃ রাশেদুল হক (৩৬), মৃত সোলতান আহমদের ছেলে মোঃ হোসেন (২৬) ও লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ ইউনুছ।
অভিযানে ১৮ হাজার পিস ইয়াবা ও মাদক কাজে ব্যবহৃত ১টি জিপ গাড়ী, ৩টি মোবাইল, মাদক বিক্রির নগদ-১ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) অলক বিশ্বাস বলেন- এ ব্যাপারে যথাযথভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিশেষ প্রতিবেদক 











