টেকনাফের বাহারছড়া সমুদ্র থেকে রিয়াজ উদ্দিন (২৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাহারছড়া সমুদ্রের কচ্ছপিয়া ফিনিস ভাঙ্গা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
একদিন আগে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় বলে তার স্বজনেরা জানিয়েছে। রিয়াজ উদ্দিন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার মৃত মোহাম্মদ হাসানের ছেলে।
স্থানীয় জেলেরা জানায়, বুধবার দুপুরে সমুদ্র সৈকতে মাছ ধরতে গেলে নিখোঁজ হয় রিয়াজ উদ্দিন।একদিন পর বৃহস্পতিবার ভোরে তার মরদেহ ভেসে উঠলে স্বজন ও জেলেরা মিলে উদ্ধার করে।
এদিকে মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস।
নিজস্ব প্রতিবেদক : 

























