টেকনাফের শাহপরীর দ্বীপে একটি ক্যাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত মহেশখালীর মাতারবাড়ির তরুণ মোহাম্মদ সাদ্দাম মারা গেছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১ টার কিছুপর টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের হারিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মহেশখালীর মাতারবাড়ির যুবক সাদ্দামকে প্রথমে টেকনাফ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত অপর দুজন হলেন- টেকনাফ উপজেলার সাবরাং এলাকার মৃত আনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম এবং কক্সবাজার সমিতি পাড়ার আমির হামজার ছেলে আব্দুর রউফ।সাইফুল ও রউফ সম্পর্কে শ্যালক দুলাভাই হলেও তারা তিনজনই বন্ধু ছিলেন। তারা টেকনাফে বেড়াতে যায় বন্ধুর বাড়িতে।
নিহত সাদ্দাম মাতারবাড়ির ৭ নং ওয়ার্ড মাঝের পাড়া এলাকার আবু তালেবের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো মাতারবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ছিল চট্টমেট্রো-ল-২০-০৩৬২ এবং ক্যাভার্ডভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-উ-১১-২৩৪৪ বলে জানা যায়। সিমেন্ট বোঝাই ক্যাভার্ডভ্যানটি টেকনাফ সদরের দিকে যাচ্ছিল। ঘটনার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল নিহত দুইজনের লাশ উদ্ধার করে। এদিকে এঘটনায় আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করা মাতারবাড়ির সাদ্দামের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।