টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি চট্টগ্রামস্থ টেকনাফের ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
ভিডিও সূত্রে জানা গেছে, কক্সবাজার-৪ আসনে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর সাথে মতবিনিময়ের অংশ হিসেবে আয়োজিত সেই অনুষ্ঠানে জাফর চেয়ারম্যান অতিথির আসনে বসেননি বরং তিনি সাধারণ অতিথি হিসেবে এককোণে বসে আলোচনা শুনছিলেন।
৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে চলে যান জাফর চেয়ারম্যান, পরবর্তীতে ২০২৪ সালের ৩১ অক্টোবর রাতে রাজধানী ঢাকার বাসাবোতে র্যাবের হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী তাঁর বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১২টির বেশি মামলা রয়েছে। টেকনাফে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ৫ আগস্ট প্রকাশ্যে সরাসরি গুলি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে এবং ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ১৮ আগস্ট করা একটি মামলারও আসামি তিনি।
এছাড়া ৫ আগস্ট টেকনাফে বিএনপি নেতাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালানোর ঘটনায় করা তিনটি মামলারও আসামি জাফর।
জাফর আলম চেয়ারম্যান মুক্তি পেলেন কবে এমন প্রশ্ন অনেকের। এবিষয়ে জাফর আলমের মন্তব্য না মিললেও তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি সম্প্রতি মুক্তি পান। মুক্তির পর থেকেই বেশিরভাগ সময় তিনি চট্টগ্রাম অবস্থান করছেন বলে জানা গেছে।
জ্যেষ্ঠ প্রতিবেদক 

















