সাইফুল ইসলাম সাইফ,চকরিয়া
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কক্সবাজারের চকরিয়ার আহসান হাবীবের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ বাড়িতে গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ করেন জেলা প্রশাসক। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সালা্হউদ্দিন আহসান হাবীবের হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
পরে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান,চকরিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
শিক্ষার্থী সায়েদ হাসান,শামশুল আলম সাঈদী, মোবারক হোছেন জিহান,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সরকারী পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহসান হাবিব।
তিনি ফাঁসিয়াখালীর ব্যবসায়ী হেলাল উদ্দিনের ছেলে। হাবীব চকরিয়া সরকারি ডিগ্রি কলেজে তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।