পিতা অধ্যক্ষ শাহ আলম নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান। চাচা শফিউল আলম বিগত সরকারের আমলে পালন করেছেন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব।
পরিবারের সম্পৃক্ততার তোয়াক্কা না করে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে তিনি ছিলেন সম্মুখসারীর সংগঠক। সেই মুনতাসীর নাহিন’কে সাংগঠনিক স্বীকৃতি স্বরুপ অভ্যুত্থান পরবর্তী সৃষ্ট রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তিকে মূল্যায়িত করা হয়েছে।
৩ জানুয়ারি রাতে সংগঠনটির কেন্দ্র থেকে ঘোষিত কক্সবাজার জেলা কমিটিতে তিনি ২নং যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।
কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
জ্যেষ্ঠ প্রতিবেদক 























