রামু চাকমারকুল ইউনিয়নে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের হলে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালা উদ্ভোধন করেন চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবর, সিমস প্রকল্পের রামু উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, জনসচেতনতার মাধ্যমে অভিবাসীদের দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ না যেতে নিরুৎসাহিত করতে হবে, বৈধ ভাবে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহবান জানান।
এছাড়া উপস্থিত ছিলেন, চাকমারকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজ আহমদ মেম্বার, মাষ্টার নজরুল ইসলাম, মাষ্টার হাফেজ আহমদ, সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমান, জামাত নেতা ডাঃ মোঃ ইউছুপ, মাওলানা নুরুল হক আরমান সহ চাকমারকুল ইউনিয়নের সকল মেম্বারবৃন্দরা উপস্থিত ছিলেন। জানা গেছে সুইজারল্যান্ডের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।