চকরিয়ায় দুটি অগ্নিকাণ্ডে ৬টি দোকান ঘর ও ১৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১০মার্চ) সকালে ও দুপুরে উপজেলার বদরখালী বাজার ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দুই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা জানায়-বদরখালী বাজার দোকান ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তে আগুন ছড়িয়ে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রায় দেড় ঘন্টা চকরিয়া ফায়ার সার্ভিস ও এলাকার মানুষের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে কাসিম সিকদার পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন লাগে। আগুন মুহুর্ত্বে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় ১৪টি বসতঘর। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট স্থানীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে ফেলেছে ক্ষতিগ্রস্থ পরিবার।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আতিকুর রহমান।
তিনি ক্ষতিগ্রস্থদের শুকনো খাবার বিতরণ করেন।এবং ক্ষয়ক্ষতি নির্ণয় করে সহযোগিতার আশ্বাস দেন।