নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তঘেষা ঘুমধুম ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী দুপুর ২টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে সহকারী শিক্ষক শাহজাহান’র সঞ্চালনায়, সহকারী শিক্ষক আলী হোছাইনের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ’র প্রশাসক ক্যবুহ্রী মার্মা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম শাওন’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকতার উদ্দিন।
এসময় অসামান্য কৃতিত্বের জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকতার উদ্দিন, ক্যবুহ্রী মার্মা প্রশাসক ঘুমধুম ইউনিয়ন পরিষদ, আব্দুর রহিম শাওন প্রধান শিক্ষক তুমব্রু সঃপ্রাঃবিঃ,মোহাম্মদ হামিদুল হক প্রধান শিক্ষক দক্ষিণ ঘুমধুম সঃপ্রাঃবি,নুরুল কবির প্রধান শিক্ষক বাইশফাঁড়ী সঃপ্রাঃবিঃ, আকতার উদ্দিন প্রধান শিক্ষক কচুবনিয়া সঃপ্রাঃবিঃ, দীপন বড়ুয়া ১নং উত্তর ঘুমধুম সঃপ্রাঃবিঃ, তুষার বড়ুয়া ফাত্তাঝিরি সঃপ্রাঃবিঃ, শাহেনা বেগম প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) বরইতলি সঃপ্রাঃবিঃ, হেলাল উদ্দিন প্রধান শিক্ষক পশ্চিমকূল সঃপ্রঃবিঃ, ঘুমধুম উচ্চ বিদ্যালয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খাইরুল বশর,দক্ষিণ ঘুমধুম সঃপ্রাঃবিঃ’র অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজেদ উল্লাহ, তুমব্রু সঃপ্রাঃবিঃ’র অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নুর আহমদ’সহ বাদল কান্তি পাল, নজির আহমদকে অনুষ্ঠানে সংবর্ধিত করে সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ঘুমধুম ইউনিয়ন পরিষদ প্রশাসক ক্যবুহ্রী বলেন, ” ঘুমধুম ইউনিয়নে খেলার মাঠ প্রয়োজন, বিষয়টি আমি উপজেলা ও জেলা প্রশাসন কে অবহিত করেছি।”
সভাপতির বক্তব্যে বলেন উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা আকতার উদ্দিন বলেন, কর্মের কারণে পৃথিবীতে এখনো অনেকেই অমর হয়ে আছেন। মানুষ নিজ কর্মগুণে বহু বছর বেচেঁ থাকে, যদি সঠিক শিক্ষা নিতে পারে৷
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নিজেদের সন্তানদের বেশি বেশি পড়াশোনার পাশাপাশি চলাফেরার প্রতি সচেতনতা বৃদ্ধি করতে।
স্কুলের শিক্ষার সাথে সাংস্কৃতিক, ক্রীড়া ও সাহিত্য এগিয়ে নেওয়ার জন্য প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার আকতার উদ্দিন।
উল্লেখ্য যে, অনুষ্ঠান পরবর্তী স্কুলের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় যারা ১ম, ২য়, ৩য় স্থান অর্জন করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
সীমান্ত প্রতিবেদক 
























