রামুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পূর্ণ হয়েছে।
রোববার ( ১৫ ই মার্চ) উপজেলা পরিষদের বাঁকখালী অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ন সদস্য সচিব শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক জুবায়ের হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য সচিব তৌহিদুল ইসলাম সাঈদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংগঠক সাকিব হোসেন ও সাহেদুল ওয়াহিদ সাহেদ।
এছাড়াও অনুষ্ঠানে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি জসিম,রাব্বি ও পারভেজ সহ অনেকে।