সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও কক্সবাজার প্রেসক্লাবের জমি দাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় সংগঠনের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম জাফরের সঞ্চালনায় প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বলেন, জাতির এই দুর্দিনে একমাত্র আশার আলো বেগম খালেদা জিয়া। সারা বাংলাদেশের মানুষ সর্বজন শ্রদ্ধেয় এই নেত্রীর আরোগ্য কামনা করছে। আমরা আশা করি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসবেন।
সভাপতির বক্তব্যে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি)’র সভাপতি নুরুল ইসলাম হেলালী বলেন, বেগম জিয়া যে কত দয়াবান, কত যে জনগণের স্নেহাভজন মানুষ তা আজ বুঝা যাচ্ছে। রিক্সাওয়ালা, চাষী, কুলি, মজুর, শিক্ষিত, দল-মত নির্বিশেষে, বাম – ডান, আলেম – ওলামা সবাই আজ উনার জন্য এক হয়েছে।
তিনি আরো বলেন, আমি এমনও দেখেছি উনার জন্য অনেকে অঝোরে কান্না করতেছে। শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে এমন আর কোন নেতা কি আছে যার অসুস্থতায় সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায়ের মানুষরাও ব্যতীত হয়! আমার অন্ততপক্ষে জানা নেই।
এসময় তিনি বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন কক্সবাজার প্রেসক্লাবকে দেওয়া জমির স্মৃতি স্মরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, দৈনিক ইনকিলাবের অফিস প্রধান শামসুল হক শারেক, সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক এম বেদারুল আলম, যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, সদস্য নুরুল আমিন হেলালী, বৈশাখী টিভির খোরশেদ আলম হেলালী, এশিয়ান টেলিভিশনের মোহাম্মদ আহসানুল হক, সাংবাদিক মোঃ মোজাম্মেল, মোঃ ফায়সালসহ অন্যান্য সদস্যরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ ময়দান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল কাইয়ুম।
মোহাম্মদ আহসানুল হক 


















