কক্সবাজার জেলার পেশাদার অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার-ক্র্যাক’এর ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সর্বসম্মতিক্রমে সভাপতি পদে জসিম উদ্দিন (দৈনিক যুগান্তর), সাধারণ সম্পাদক পদে আজিম নিহাদ (চ্যানেল ২৪) ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইরফান উল হাসান (নিউজ ২৪) মনোনীত হয়েছেন।
কমিটি অন্য নেতৃবৃন্দরা হলেন, সহসভাপতি- আব্দুর রহমান (দৈনিক সমকাল ও বাংলা ট্রিবিউন), যুগ্ম সাধারণ সম্পাদক- শাহেদ ফেরদৌস হিরু (সকালের সময়), দপ্তর ও প্রচার সম্পাদক- ইফতিয়াজ নুর নিশান (ঢাকা পোস্ট)
কোষাধ্যক্ষ- মুকিম হাসান (যুগান্তর)
এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- শাহরিয়ার বাপ্পি (আজকের পত্রিকা)। নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন – জাহেদ চৌধুরী (পূর্বকোণ), এসএম হানিফ (প্রথম আলো), আরফাতুল মজিদ (ভয়েসওয়ার্ল্ড২৪), মহিউদ্দিন মাহী (সমুদ্র কণ্ঠ)।
সদস্য হিসেবে ইমরান হোসাইন (সময়ের আলো), তানভীর শিপু (টিটিএন), ইমরান আল মাহমুদ (কক্সবাজার বার্তা), রকিয়ত উল্লাহ (কালের কণ্ঠ), সরওয়ার সাকিব (প্যানোয়া নিউজ), শাহ জামাল (যুগান্তর) ও ফেরদৌস ওয়াহিদ (সকালের সময় ও সকালের কক্সবাজার) মনোনীত হয়েছেন।
কমিটির নেতৃবৃন্দরা আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
সংবাদ বিজ্ঞপ্তি 


















