ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা চ্যালেঞ্জিং হলেও সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা জিনিয়াসহ আটকরা এখনো থানায় জুলাই আন্দোলনের নেতা জিনিয়াসহ আটকদের মুক্তি দাবী ও শিক্ষকদের আন্দোলনে উদীচীর সংহতি দশদিন পর আবারো ঘুমধুম সীমান্তে গোলাগুলির শব্দ, কি হচ্ছে ওপারে? টেকনাফে এসে অপহরণের শিকার সেন্টমার্টিনের যুবক: ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি স্বাধীনতাবিরোধী ও সরকারসৃষ্ট দল দুটি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: হাফিজ উদ্দিন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমানায় মাসব্যাপী জরিপ করবে নরওয়ে জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দিলে ‘খারাপ নজির’ সৃষ্টি হবে: সালাহউদ্দিন আহমেদ দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে আছে: সেনাপ্রধান যুবকের জরিমানাসহ ৭ বছরের কারাদণ্ড বঙ্গোপসাগরে বাংলাদেশি অংশে জরিপে নামছে নরওয়ের গবেষণা জাহাজ আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ৪ মিলিয়ন ইউরো দেবে ইইউ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব : আসিফ নজরুল

কালুরঘাট সেতুতে ট্রেনের সঙ্গে কয়েকটি যানবাহনের সংঘর্ষ, নিহত ৩

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিগন্যাল অমান্য করে অটোরিকশাটি সেতুর ওপর উঠে গেলে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি এসে সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন।

নিহত ব্যক্তির নাম তুষার, যিনি অটোরিকশার চালক বলে জানা গেছে। আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ এবং আঞ্জু আরা। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনায় আরও কয়েকটি মোটরসাইকেলও ট্রেনের নিচে চাপা পড়ে। এছাড়া একটি ভিডিও ফুটেজে এক শিশুকে কাঁধে নিয়ে এক যুবককে গগনবিদারী কণ্ঠে ‘আল্লাহু আকবর’ বলতে বলতে কাঁদতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, নিহত শিশুটি ওই যুবকের সন্তান। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার খবর পান এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট পাঠানো হয়। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে বলে জানান তিনি।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা ও পরিচয় জানাতে আরও সময় লাগবে।

সুত্র: চ্যানেল ২৪

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

This will close in 6 seconds

কালুরঘাট সেতুতে ট্রেনের সঙ্গে কয়েকটি যানবাহনের সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় : ০১:০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিগন্যাল অমান্য করে অটোরিকশাটি সেতুর ওপর উঠে গেলে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি এসে সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন।

নিহত ব্যক্তির নাম তুষার, যিনি অটোরিকশার চালক বলে জানা গেছে। আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ এবং আঞ্জু আরা। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনায় আরও কয়েকটি মোটরসাইকেলও ট্রেনের নিচে চাপা পড়ে। এছাড়া একটি ভিডিও ফুটেজে এক শিশুকে কাঁধে নিয়ে এক যুবককে গগনবিদারী কণ্ঠে ‘আল্লাহু আকবর’ বলতে বলতে কাঁদতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, নিহত শিশুটি ওই যুবকের সন্তান। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার খবর পান এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট পাঠানো হয়। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে বলে জানান তিনি।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা ও পরিচয় জানাতে আরও সময় লাগবে।

সুত্র: চ্যানেল ২৪