সমুদ্র শহরে শীতের দাপট কিছুটা কমেছে। গেলো ১ সপ্তাহ শীতে কাবু ছিলো পর্যটন শহর। তাপমাত্রা নেমেছিলো ১৩ ডিক্রিতে। বুধবারও ছিলো ১৩ দশমিক ৮ মাত্রা, তবে বৃহস্পতিবার দিনে রেকর্ড করা তাপমাত্রা ছিলো ১৫ ডিগ্রি।
হাওয়া দপ্তর কক্সবাজারের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, শীতের তীব্রতা কমেছে। বাতাস নেই তাই শীত কম অনুভূত হচ্ছে। এছাড়া সূর্যের উপস্থিত থাকায় তাপমাত্রা বেড়েছে।
কবে আবার শীতের তীব্রতা বাড়তে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জানুয়ারী মাস হলো সবচেয়ে শীতলতম মাস। অন্যদিকে পৌষ আর মাঘ তো শীতের মাস। ৩/৪ দিন পরপর শীতের তীব্রতা বাড়বে আবার কমবে।
এভাবে জানুয়ারী মাস পুরোটা এবং ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের প্রভাব থাকবে বলে তিনি জানান।
কক্সবাজারে যখন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে তখন দেশের ৪৪ টি জেলায় চলছে শৈত্যপ্রবাহ।
নিজস্ব প্রতিবেদক 

















