রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া গ্রামে বসতবাড়ি থেকেই দীর্ঘদিন ধরে মরণ নেশা ইয়াবা বিক্রী করে আসছিলো আতউল করিম ভুট্টো ও তার স্ত্রী রোজিনা আক্তার। এ নিয়ে অতিষ্ঠ ছিল এলাকার মানুষ।
সোমবার (৩০ জুন) সকালে জনতা সংঘবদ্ধভাবে খুচরা ইয়াবা ব্যবসায়ী স্বামী-স্ত্রীর অবৈধ কর্মকান্ডকে প্রতিরোধ করার জন্য মাঠে নামেন। এলাকাবাসী জোর সাঁড়া পান গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত, পুলিশ পরিদর্শক শাহজাহান মনিরের। তাঁর নির্দেশে প্রতিবাদী জনতা ধরে পেলেন ইয়াবা ব্যবসায়ী আতউল করিম ভু্ট্টোকে।
পরে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ভুট্টোর দেহ তল্লাসী করে ২২৫পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় প্রতিবাদী জনতা ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নবাগত পুলিশ পরিদর্শক শাহজাহান মনিরকে ধন্যবাদ জানিয়েছে সচেতন মহল।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত, পুলিশ পরিদর্শক শাহজাহান মনির জানান- সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ীদের কোন ছাড় নেই। জনতার সহায়তা নিয়ে ইয়াবাসহ ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্ত্রী রোজিনা আক্তারকেও গ্রেপ্তার করা হবে। অতীতেও ভুট্টো ও রোজিনা ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছে। জেল থেকে বের হয়েই পুরোনো ব্যবসা শুরু করেছিল।
স্থানীয় নারী ইউপি সদস্য সাবেকুন্নাহার জানিয়েছেন- তিতারপাড়ার পরিবেশকে নষ্ট করে ফেলেছিল ইয়াবা ব্যবসায়ী স্বামী-স্ত্রী। তাদের অন্যায়কাজে প্রতিবাদ করায় স্থানীয় মোস্তাফিজুর রহমানের ছেলে বদুসহ অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছিল ইয়াবা ব্যবসায়ী রোজিনা আক্তার। ভুট্টোর চেয়েও ভয়ঙ্কর রোজিনা। তাকেও আইনের আওতায় আনলে এলাকাবাসী উপকৃত হবে।