রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভিকাটায় হাবিব উল্লাহ নামে এক আওয়ামী লীগ কর্মীকে পুলিশ থেকে কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটলেও সেটা ছড়িয়ে পড়ে রাত ১টার পর।
স্থানীয় সূত্র জানায়- মৌলভিকাটার বাসিন্দা নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক হাবিব উল্লাহকে ৪/৫ জন পুলিশ গিয়ে রাত আটটার দিকে দোকান থেকে আটক করে। মুহুর্তেই শতাধিক লোকজন জড়ো হয়ে পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেন। হাবিব উল্লাহ আওয়ামী লীগের কর্মী।
এদিকে রাতে কচ্ছপিয়া ইউনিয়নে পুলিশের উপস্থিতি বাড়তে থাকলে মৌলভিকাটা গ্রামে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা। ‘হাবিব ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ স্লোগান দিয়েছে বিক্ষোভ মিছিলে।
জানতে চাইলে হাবিব উল্লাহ মুঠোফোনে জানান- শুক্রবার বিকেলে স্থানীয় একটি ফুটবল টুর্ণামেন্টে তিনি প্রধান অতিথি ছিলেন। পরে রাত আটটার দিকে দোকানে বসলে ৪/৫ জন পুলিশ গিয়ে আটক করেন। সাথে সাথেই স্থানীয় জনতা তাকে ছাড়িয়ে নেন। এলাকায় অধিক জনপ্রিয়তা থাকায় এক শ্রেণির মানুষ পুলিশ দিয়ে ষড়যন্ত্র করছে বলে দাবি তাঁর।
তবে এ ব্যাপারে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রামু থানার ওসি আরিফ হোছাইনকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।