ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বিরোধিতা: প্যাথলজি রিপোর্টে স্বাক্ষরের দাবিতে সমাবেশ কুতুবদিয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আমরা ক্ষমতায় গেলে কারো প্রতি অন্যায় করব না-অধ্যক্ষ আনোয়ারী মালয়েশিয়ার উত্তাল সমুদ্রে বাংলাদেশের জয়গান মহেশখালী মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম হবে দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র: ড. হামিদুর রহমান আযাদ মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি আরাকান আর্মির গুলিতে ২ জেলে আহত: হাসপাতালে ভর্তি গণসংযোগকালে হামিদুর রহমান আযাদ:ধলঘাট মাতার বাড়ির নামেই বাংলাদেশ পরিচিতি লাভ করবে কক্সবাজারে বিজিবির মহাপরিচালক-জাতীয় নির্বাচনে ৩৭ হাজার বিজিবির সদস্য মোতায়েন থাকবে- কারাগারে বন্দিদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা জামায়াত ক্ষমতায় গেলে দেশে আর পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না: শফিকুর রহমান মানববন্ধনে স্বাধীন তদন্ত ও ২৪ ঘন্টার মধ্যে আরফাত সানির মুক্তি দাবি ছাত্র ইউনিয়ন জেলা সংসদের নতুন কমিটি: সভাপতি আরিফ, সম্পাদক রহমান মিজান ভারুয়াখালী ও রশিদ নগরে বাহাদুর- “লবণ শিল্প রক্ষা ও লবণচাষিদের জীবনমান উন্নয়নে দাঁড়ি পাল্লায় ভোট দিন” তেচ্ছিপুলে সিএনজি-ডাম্পার সংঘর্ষে প্রাণ গেলো ১২ বছর বয়সী কাজলের

কক্সবাজার–৩ আসনে নিজেকে স্বতন্ত্র প্রার্থি ঘোষণা করলেন মোঃ ইলিয়াছ মিয়া

কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও) সংসদীয় আসনে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন মোঃ ইলিয়াছ মিয়া। তিনি কক্সবাজার ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট, “কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা, একজন এক্টিভিস্ট এবং সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (CEHRDF)-এর প্রধান নির্বাহী।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় কক্সবাজার শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও জনসমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী যাত্রা শুরু করেন।

সংবাদ সম্মেলন ও প্রার্থিতা ঘোষণা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কক্সবাজার ইনিশিয়েটিভের ডেপুটি সেক্রেটারি রুহুল আমিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার ইনিশিয়েটিভের এক্সিকিউটিভ সেক্রেটারি আব্দুল মান্নান রানা।
প্রার্থিতা ঘোষণাকালে মোঃ ইলিয়াছ মিয়া বলেন, কক্সবাজারের রাজনীতিকে শোষণ, বৈষম্য ও ক্ষমতাকেন্দ্রিকতার বলয় থেকে মুক্ত করে মানুষের মর্যাদা, মানবিকতা ও ন্যায়ের ভিত্তিতে গড়ে তুলতেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। এ সময় তিনি “কক্সবাজার মডেল পলিটিক্স” নামে একটি নতুন, বিকল্প ও জনগণকেন্দ্রিক রাজনৈতিক ধারার ঘোষণা দেন।

তিনি জানান, তাঁর রাজনীতির মূল ভিত্তি হলো মানুষের পাঁচটি মৌলিক অধিকার—খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও মর্যাদাপূর্ণ কাজ নিশ্চিত করা। কোনো শিশু যেন দারিদ্র্য বা অবহেলার কারণে পড়ালেখা থেকে ঝরে না পড়ে, কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায় এবং কোনো বয়োজ্যেষ্ঠ যেন অবহেলায় জীবন কাটাতে বাধ্য না হয়—এটাই তাঁর নির্বাচনী অঙ্গীকার।

মোঃ ইলিয়াছ মিয়া বলেন, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রান্তিক ও অধিকারবঞ্চিত মানুষের কণ্ঠস্বরকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কেন্দ্রে আনতে হবে। কৃষক, জেলে, শ্রমিক, নারী, বয়োজ্যেষ্ঠ, সংখ্যালঘু ও আশাহীন তরুণদের বাদ দিয়ে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।
মোঃ ইলিয়াছ মিয়া পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, অভিবাসন, শরণার্থী, উন্নয়ন, নেতৃত্ব, বেকারত্ব দূরীকরণ, বিচারবহির্ভূত হত্যা বন্ধ, টেকসই উন্নয়ন, বৈশ্বিক যুদ্ধ বন্ধের দাবি, শান্তি ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘসহ দেশি-বিদেশি নানা ফোরাম, নেটওয়ার্ক, কনফারেন্স ও সেমিনারে সক্রিয় নেতৃত্ব দিয়ে আসছেন।

প্রার্থিতা ঘোষণার বক্তব্যে মোঃ ইলিয়াছ মিয়া বলেন,
“এটি শুধু একটি নির্বাচন নয়—এটি মানুষের মর্যাদা ও অধিকার ফিরিয়ে আনার আন্দোলন।
ভোট মানে কেবল প্রতিনিধি নির্বাচন নয়, ভোট মানে শোষণের বিরুদ্ধে সাহসী অবস্থান।”

সংবাদ সম্মেলন ও জনসমাবেশে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, তরুণ সমাজের প্রতিনিধিসহ স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বিরোধিতা: প্যাথলজি রিপোর্টে স্বাক্ষরের দাবিতে সমাবেশ

This will close in 6 seconds

কক্সবাজার–৩ আসনে নিজেকে স্বতন্ত্র প্রার্থি ঘোষণা করলেন মোঃ ইলিয়াছ মিয়া

আপডেট সময় : ০৮:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও) সংসদীয় আসনে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন মোঃ ইলিয়াছ মিয়া। তিনি কক্সবাজার ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট, “কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা, একজন এক্টিভিস্ট এবং সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (CEHRDF)-এর প্রধান নির্বাহী।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় কক্সবাজার শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও জনসমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী যাত্রা শুরু করেন।

সংবাদ সম্মেলন ও প্রার্থিতা ঘোষণা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কক্সবাজার ইনিশিয়েটিভের ডেপুটি সেক্রেটারি রুহুল আমিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার ইনিশিয়েটিভের এক্সিকিউটিভ সেক্রেটারি আব্দুল মান্নান রানা।
প্রার্থিতা ঘোষণাকালে মোঃ ইলিয়াছ মিয়া বলেন, কক্সবাজারের রাজনীতিকে শোষণ, বৈষম্য ও ক্ষমতাকেন্দ্রিকতার বলয় থেকে মুক্ত করে মানুষের মর্যাদা, মানবিকতা ও ন্যায়ের ভিত্তিতে গড়ে তুলতেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। এ সময় তিনি “কক্সবাজার মডেল পলিটিক্স” নামে একটি নতুন, বিকল্প ও জনগণকেন্দ্রিক রাজনৈতিক ধারার ঘোষণা দেন।

তিনি জানান, তাঁর রাজনীতির মূল ভিত্তি হলো মানুষের পাঁচটি মৌলিক অধিকার—খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও মর্যাদাপূর্ণ কাজ নিশ্চিত করা। কোনো শিশু যেন দারিদ্র্য বা অবহেলার কারণে পড়ালেখা থেকে ঝরে না পড়ে, কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায় এবং কোনো বয়োজ্যেষ্ঠ যেন অবহেলায় জীবন কাটাতে বাধ্য না হয়—এটাই তাঁর নির্বাচনী অঙ্গীকার।

মোঃ ইলিয়াছ মিয়া বলেন, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রান্তিক ও অধিকারবঞ্চিত মানুষের কণ্ঠস্বরকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কেন্দ্রে আনতে হবে। কৃষক, জেলে, শ্রমিক, নারী, বয়োজ্যেষ্ঠ, সংখ্যালঘু ও আশাহীন তরুণদের বাদ দিয়ে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।
মোঃ ইলিয়াছ মিয়া পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, অভিবাসন, শরণার্থী, উন্নয়ন, নেতৃত্ব, বেকারত্ব দূরীকরণ, বিচারবহির্ভূত হত্যা বন্ধ, টেকসই উন্নয়ন, বৈশ্বিক যুদ্ধ বন্ধের দাবি, শান্তি ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘসহ দেশি-বিদেশি নানা ফোরাম, নেটওয়ার্ক, কনফারেন্স ও সেমিনারে সক্রিয় নেতৃত্ব দিয়ে আসছেন।

প্রার্থিতা ঘোষণার বক্তব্যে মোঃ ইলিয়াছ মিয়া বলেন,
“এটি শুধু একটি নির্বাচন নয়—এটি মানুষের মর্যাদা ও অধিকার ফিরিয়ে আনার আন্দোলন।
ভোট মানে কেবল প্রতিনিধি নির্বাচন নয়, ভোট মানে শোষণের বিরুদ্ধে সাহসী অবস্থান।”

সংবাদ সম্মেলন ও জনসমাবেশে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, তরুণ সমাজের প্রতিনিধিসহ স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।