কক্সবাজার স্টুডেন্টস ফোরাম (সিএসএফ), চুয়েট-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনে বিদায় জানানো হয় ১৯ ব্যাচকে এবং বরণ করে নেওয়া হয় নবাগত ২৩ ব্যাচকে। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর জামালখানে অবস্থিত সিপিডিএল বু বু ওয়ার্ল্ড কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পৌরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল আচার্য । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরশেদুল মামুন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় দাশ এবং ডিজিডেন আইটির সিইও, ফোরামের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জাবেদ উদ্দিনসহ অন্যান্য সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ২১ ব্যাচের শিক্ষার্থী কামরুল ও আশরাফের উপস্থাপনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ সূচনা হয়। অতিথিদের প্রয়োজনীয় দিকনির্দেশনামুলক বক্তব্য ও ১৯ ব্যাচের শিক্ষার্থীদের স্মৃতিময় সময়ের আবেগঘন উপস্থাপনায় সকলকে মুগ্ধ করে।অতিথিদের গিফট,১৯ ব্যাচের বিদায়ী ক্রেস্ট উপহার এবং নবীনদের পরিচিতি ও ২২ ব্যাচের পক্ষ থেকে ২৩ ব্যাচের নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য মনোমুগ্ধকর রাতের খাবারের আয়োজন ছিল আলাদা আকর্ষণ।
এদিন ঘোষণা করা হয় ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি। সভাপতি নির্বাচিত হন মহেশখালীর গর্ব-মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু জাফর, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন পেকুয়ার কৃতি সন্তান-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাইমুল ইসলাম ফরহাদ।
এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হন:
ইউসুফ মো: রাকিব উদ্দিন(এডমিন),আদিল সিকদার,সুলতান মাহমুদ তাওফিক,শামিম আশরাফ ছিদ্দিকী, সপ্নীল সিকদার, হাসিবুল তিহান, তাহফিম জুয়েল, সাদ আবরার, তমাল পাল জয়, য. ম. হিতুন, হাসিব নূর সাজিদ ও ইকরা বিছমা।সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম , কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম এবং অফিস সেক্রেটারি এহেতাশামুল হক মাসুম।
নবনির্বাচিত সভাপতি আবু জাফর বলেন,
“সিএসএফ হবে চুয়েটের একমাত্র ওয়েব সাইট ভিত্তিক সংগঠন, যেখানে সিনিয়র-জুনিয়রের মধ্যে যোগাযোগ, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ারমুখী সহযোগিতা থাকবে প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম ফরহাদ জানান,
“ইঞ্জিনিয়ারিং সেক্টরে কক্সবাজারের প্রতিনিধিত্ব বাড়াতে স্টাডি ট্যুর আয়োজনসহ একাধিক কার্যক্রম হাতে নেওয়া হবে। শিক্ষার্থীদের স্বার্থে সংগঠন সর্বদা পাশে থাকবে।”
অনুষ্ঠানের শেষাংশে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান চুয়েটের বিভিন্ন বিভাগের কক্সবাজার স্টুডেন্টস ফোরামের সদস্যরা।