ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার-২ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় নেতা সুজা দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে বাজারঘাটার আগুন আদালতে আত্মসমর্পণ: ঠিকাদার আতিকুল ইসলামকে কারাগারে প্রেরণ বাজারঘাটার একটি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ারসার্ভিস  টেকনাফে বিএনপির একাংশের মিছিলকে আওয়ামী লীগের বলে ফেসবুকে প্রচার! কক্সবাজার শহরের রাস্তায় সদ্য সন্তান হওয়া মা কুকুর ও শাবকদের রক্ষায় সচেতনতামূলক পোস্টার টিটিএন কে ধন্যবাদ জানালেন বরেণ্য মানবাধিকার কর্মী ড.শহিদুল আলম রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ হওয়া শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ প্রধান উপদেষ্টা কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক ঢাকার বিমানবন্দরে গ্রেফতার আ.লীগের ঝটিকা মিছিলে গেলে ৫ হাজার টাকা, ব্যানার ধরলে ৮ ১৩ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেলো ‘আরাকান আর্মি’ জেদ্দা থেকে চট্টগ্রামে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের ৫ যাত্রী থেকে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ টেকনাফে অপহৃত কলেজ ছাত্র তাহসিনকে উদ্ধার করলো র‌্যাব দেশে ১১ মাসে ১ লাখ ৩৬ হাজার নতুন রোহিঙ্গা

কক্সবাজার শহরের রাস্তায় সদ্য সন্তান হওয়া মা কুকুর ও শাবকদের রক্ষায় সচেতনতামূলক পোস্টার

কক্সবাজার শহরের বিভিন্ন রাস্তায়, গলি-মোড়ে এবং বাসস্ট্যান্ড এলাকায় নজর কাড়ছে এক ব্যতিক্রমী পোস্টার। এতে লেখা— “এখানে সদ্য সন্তান হওয়া মা কুকুর ও তার বাচ্চারা রয়েছে। দয়া করে সতর্ক থাকুন।”

এই উদ্যোগের মূল উদ্দেশ্য— পথের প্রাণীদের প্রতি সহানুভূতি ও দায়িত্বশীল আচরণে নাগরিকদের উদ্বুদ্ধ করা।

জার্সি প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান দরিয়া স্পোর্টসওয়্যার এবং পাখি পালন ও পরিচর্যা বিষয়ক ফেসবুক পেইজ ‘বিহগসখা’ যৌথভাবে এই মানবিক উদ্যোগটি নিয়েছে। শহরের বিভিন্ন স্থানে লাগানো এসব পোস্টার ইতোমধ্যে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকে থেমে পোস্টারটি পড়ছেন এবং মোবাইলে ছবি তুলতেও দেখা গেছে।

পোস্টারে জনসাধারণের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে—

শান্ত থাকুন ও শব্দ কমান।

কুকুরছানাদের গায়ে হাত দেবেন না।

তাদের খাওয়া বা বিশ্রামের সময় কাছে যাবেন না।

ভয় দেখানো বা আঘাত করা থেকে বিরত থাকুন, কারণ ভয় পেলে মা কুকুর কামড় দিতে পারে।

শিশুদের সতর্ক করুন, যাতে তারা মা কুকুর বা ছানাদের বিরক্ত না করে।

পোস্টারে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের অধীনে কুকুর নিধন ও অপসারণ—উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ।

দরিয়া স্পোর্টসওয়্যারের স্বত্বাধিকারী সায়ন্তন ভট্টাচার্য ও বিহগসখার এডমিন স্বরূপ চক্রবর্তী বলেন, ‘কক্সবাজারের রাস্তায় সদ্য সন্তান হওয়া মা কুকুরদের প্রতি স্থানীয়দের সহানুভূতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রচারণা চালানো হয়েছে। আমরা আশা করছি, এই ছোট উদ্যোগটি প্রাণিকল্যাণে বড় প্রভাব ফেলবে এবং মানুষ ও প্রাণীর সহাবস্থান আরও মজবুত হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার-২ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় নেতা সুজা

This will close in 6 seconds

কক্সবাজার শহরের রাস্তায় সদ্য সন্তান হওয়া মা কুকুর ও শাবকদের রক্ষায় সচেতনতামূলক পোস্টার

আপডেট সময় : ১০:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

কক্সবাজার শহরের বিভিন্ন রাস্তায়, গলি-মোড়ে এবং বাসস্ট্যান্ড এলাকায় নজর কাড়ছে এক ব্যতিক্রমী পোস্টার। এতে লেখা— “এখানে সদ্য সন্তান হওয়া মা কুকুর ও তার বাচ্চারা রয়েছে। দয়া করে সতর্ক থাকুন।”

এই উদ্যোগের মূল উদ্দেশ্য— পথের প্রাণীদের প্রতি সহানুভূতি ও দায়িত্বশীল আচরণে নাগরিকদের উদ্বুদ্ধ করা।

জার্সি প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান দরিয়া স্পোর্টসওয়্যার এবং পাখি পালন ও পরিচর্যা বিষয়ক ফেসবুক পেইজ ‘বিহগসখা’ যৌথভাবে এই মানবিক উদ্যোগটি নিয়েছে। শহরের বিভিন্ন স্থানে লাগানো এসব পোস্টার ইতোমধ্যে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকে থেমে পোস্টারটি পড়ছেন এবং মোবাইলে ছবি তুলতেও দেখা গেছে।

পোস্টারে জনসাধারণের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে—

শান্ত থাকুন ও শব্দ কমান।

কুকুরছানাদের গায়ে হাত দেবেন না।

তাদের খাওয়া বা বিশ্রামের সময় কাছে যাবেন না।

ভয় দেখানো বা আঘাত করা থেকে বিরত থাকুন, কারণ ভয় পেলে মা কুকুর কামড় দিতে পারে।

শিশুদের সতর্ক করুন, যাতে তারা মা কুকুর বা ছানাদের বিরক্ত না করে।

পোস্টারে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের অধীনে কুকুর নিধন ও অপসারণ—উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ।

দরিয়া স্পোর্টসওয়্যারের স্বত্বাধিকারী সায়ন্তন ভট্টাচার্য ও বিহগসখার এডমিন স্বরূপ চক্রবর্তী বলেন, ‘কক্সবাজারের রাস্তায় সদ্য সন্তান হওয়া মা কুকুরদের প্রতি স্থানীয়দের সহানুভূতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রচারণা চালানো হয়েছে। আমরা আশা করছি, এই ছোট উদ্যোগটি প্রাণিকল্যাণে বড় প্রভাব ফেলবে এবং মানুষ ও প্রাণীর সহাবস্থান আরও মজবুত হবে।”