ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ওরা, রামুতে দেশীয় অস্ত্র ও গ্রীল কাটার মেশিনসহ গ্রেপ্তার ২ ‘শিকারী ও দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে ম্লান করেছে – কক্সবাজারে পিআইবির মহাপরিচালক রোহিঙ্গারা নির্বাচনে ইনভলভ হওয়ার সুযোগ নেই- শাহজাহান চৌধুরী ‘ধানের শীষে ভোট দিলে ৫ হাজার টাকা, ভিডিও প্রমাণ দিয়েও প্রশাসন পদক্ষেপ নেয়নি’ প্রবাসী ভোটাররা আজ থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন টেকনাফের জালিয়া পাড়ায় ৫০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার যেকোন মূহুর্তে উখিয়া-টেকনাফে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে – আনোয়ারী’র শংকা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি হাঁস প্রতীক পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটের প্রচারে নেমে প্রথম দিনে ছয় জেলায় সমাবেশ করবেন তারেক রহমান বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু ২০২৬ সালে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারানো হানিফের পাশে শাহজাহান চৌধুরী

কক্সবাজার শহরের রাস্তায় সদ্য সন্তান হওয়া মা কুকুর ও শাবকদের রক্ষায় সচেতনতামূলক পোস্টার

কক্সবাজার শহরের বিভিন্ন রাস্তায়, গলি-মোড়ে এবং বাসস্ট্যান্ড এলাকায় নজর কাড়ছে এক ব্যতিক্রমী পোস্টার। এতে লেখা— “এখানে সদ্য সন্তান হওয়া মা কুকুর ও তার বাচ্চারা রয়েছে। দয়া করে সতর্ক থাকুন।”

এই উদ্যোগের মূল উদ্দেশ্য— পথের প্রাণীদের প্রতি সহানুভূতি ও দায়িত্বশীল আচরণে নাগরিকদের উদ্বুদ্ধ করা।

জার্সি প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান দরিয়া স্পোর্টসওয়্যার এবং পাখি পালন ও পরিচর্যা বিষয়ক ফেসবুক পেইজ ‘বিহগসখা’ যৌথভাবে এই মানবিক উদ্যোগটি নিয়েছে। শহরের বিভিন্ন স্থানে লাগানো এসব পোস্টার ইতোমধ্যে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকে থেমে পোস্টারটি পড়ছেন এবং মোবাইলে ছবি তুলতেও দেখা গেছে।

পোস্টারে জনসাধারণের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে—

শান্ত থাকুন ও শব্দ কমান।

কুকুরছানাদের গায়ে হাত দেবেন না।

তাদের খাওয়া বা বিশ্রামের সময় কাছে যাবেন না।

ভয় দেখানো বা আঘাত করা থেকে বিরত থাকুন, কারণ ভয় পেলে মা কুকুর কামড় দিতে পারে।

শিশুদের সতর্ক করুন, যাতে তারা মা কুকুর বা ছানাদের বিরক্ত না করে।

পোস্টারে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের অধীনে কুকুর নিধন ও অপসারণ—উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ।

দরিয়া স্পোর্টসওয়্যারের স্বত্বাধিকারী সায়ন্তন ভট্টাচার্য ও বিহগসখার এডমিন স্বরূপ চক্রবর্তী বলেন, ‘কক্সবাজারের রাস্তায় সদ্য সন্তান হওয়া মা কুকুরদের প্রতি স্থানীয়দের সহানুভূতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রচারণা চালানো হয়েছে। আমরা আশা করছি, এই ছোট উদ্যোগটি প্রাণিকল্যাণে বড় প্রভাব ফেলবে এবং মানুষ ও প্রাণীর সহাবস্থান আরও মজবুত হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ওরা, রামুতে দেশীয় অস্ত্র ও গ্রীল কাটার মেশিনসহ গ্রেপ্তার ২

This will close in 6 seconds

কক্সবাজার শহরের রাস্তায় সদ্য সন্তান হওয়া মা কুকুর ও শাবকদের রক্ষায় সচেতনতামূলক পোস্টার

আপডেট সময় : ১০:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

কক্সবাজার শহরের বিভিন্ন রাস্তায়, গলি-মোড়ে এবং বাসস্ট্যান্ড এলাকায় নজর কাড়ছে এক ব্যতিক্রমী পোস্টার। এতে লেখা— “এখানে সদ্য সন্তান হওয়া মা কুকুর ও তার বাচ্চারা রয়েছে। দয়া করে সতর্ক থাকুন।”

এই উদ্যোগের মূল উদ্দেশ্য— পথের প্রাণীদের প্রতি সহানুভূতি ও দায়িত্বশীল আচরণে নাগরিকদের উদ্বুদ্ধ করা।

জার্সি প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান দরিয়া স্পোর্টসওয়্যার এবং পাখি পালন ও পরিচর্যা বিষয়ক ফেসবুক পেইজ ‘বিহগসখা’ যৌথভাবে এই মানবিক উদ্যোগটি নিয়েছে। শহরের বিভিন্ন স্থানে লাগানো এসব পোস্টার ইতোমধ্যে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকে থেমে পোস্টারটি পড়ছেন এবং মোবাইলে ছবি তুলতেও দেখা গেছে।

পোস্টারে জনসাধারণের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে—

শান্ত থাকুন ও শব্দ কমান।

কুকুরছানাদের গায়ে হাত দেবেন না।

তাদের খাওয়া বা বিশ্রামের সময় কাছে যাবেন না।

ভয় দেখানো বা আঘাত করা থেকে বিরত থাকুন, কারণ ভয় পেলে মা কুকুর কামড় দিতে পারে।

শিশুদের সতর্ক করুন, যাতে তারা মা কুকুর বা ছানাদের বিরক্ত না করে।

পোস্টারে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের অধীনে কুকুর নিধন ও অপসারণ—উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ।

দরিয়া স্পোর্টসওয়্যারের স্বত্বাধিকারী সায়ন্তন ভট্টাচার্য ও বিহগসখার এডমিন স্বরূপ চক্রবর্তী বলেন, ‘কক্সবাজারের রাস্তায় সদ্য সন্তান হওয়া মা কুকুরদের প্রতি স্থানীয়দের সহানুভূতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রচারণা চালানো হয়েছে। আমরা আশা করছি, এই ছোট উদ্যোগটি প্রাণিকল্যাণে বড় প্রভাব ফেলবে এবং মানুষ ও প্রাণীর সহাবস্থান আরও মজবুত হবে।”