সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে হাওয়া দপ্তর। সোমবার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত এক পূর্বাভাসে বলা হয়েছে,সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মধ্য শ্রাবণের এই বৃষ্টিপাতের বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন,”কক্সবাজারে আরো দু’দিন বৃষ্টি ঝরবে।তবে ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই।এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে”।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বিষয়ে আব্দুল হান্নান বলেন, মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে।
“লঘুচাপটি দুর্বল হয়ে গেলেও মৌসুমী বায়ুর উপর এটি এক প্রকার চাপ সৃষ্টি করছে।ফলে বায়ুমন্ডলে মেঘমালা সৃষ্টি হচ্ছে আর বৃষ্টি ঝরছে”,বলেন মি. হান্নান।
সাধারণত আষাঢ়-শ্রাবণ দুইমাস বর্ষাকাল হিসেবে ধারণা করা হয়।ফলে শ্রাবণ মাসের পুরোটা জুড়েই থেমে থেমে বৃষ্টি ঝরবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।