কক্সবাজারে মঙ্গলবার ঝড়-বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। এছাড়া বুধবার সকাল ১০ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টা (৩ দিন) ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৬ মে) সন্ধ্যায় এসব তথ্য জানান কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান টিটিএনকে জানান, আগামী ২৪ ঘণ্টায় কক্সবাজারের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া আগামীকাল বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন দেশজুড়ে বৃষ্টি হতে পারে। সর্তকতা সংকেত দেওয়া হবে।
এদিকে সোমবার (২৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে জানানো হয় উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় মঙ্গলবার (২৭ মে) একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
																			
										
																নিজস্ব প্রতিবেদক :								 

















