চলতি শীত মৌসুমে কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা এ বছরের সর্বনিম্ন।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে কক্সবাজারে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
তিনি আরও বলেন, বর্তমানে যে শীতের স্পেল চলছে তা আগামী আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। এ সময় রাত ও ভোরে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
এদিকে হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় কক্সবাজারে সকাল ও রাতে শীতের প্রকোপ বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
নিজস্ব প্রতিবেদক : 
























