ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে কক্সবাজারে সড়ক ব্লকেড করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে শহরের প্রবেশমুখ বাসটার্মিনাল এলাকায় ‘কক্সবাজারের ছাত্র-জনতা’র ব্যানারে দুই শতাধিক বিক্ষোভকারী সড়কে বসে অবস্থান কর্মসূচি শুরু করেন। এসময় সৃষ্ট অবরোধের কারণে দুপাশে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব ওমর ফারুক বলেন, ‘ হাদির উপর হামলার ১৫ দিন অতিবাহিত হলেও বিচারের কোন দৃশ্যমান প্রক্রিয়া নেই। আমরা রাজপথে নেমে এসেছি, অনতিবিলম্বে বিচার শুরু করতে হবে।’
২০২৪ এর জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সময়কার কক্সবাজারের সমন্বয়ক,ছাত্র প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন। ছাত্রনেতা এস এ সাগর বলেন, ‘ জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক ছিলেন শহীদ ওসমান হাদি। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন আমরা তার হত্যাকাণ্ডের বিচার দেখেই রাজপথ ছাড়ব। সরকারকে দ্রুতই যথাযথ জবাব দিতে হবে।’
উল্লেখ্য, ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। গত শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের অশ্রুসিক্ত জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
রাহুল মহাজন: 

























