পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিম নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশ এলাকায় পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২ টন ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
অভিযানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ নাসরিন জেবিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটা কাজ নয়, এটি আমাদের সকলের কর্তব্য। বিডি ক্লিনের মতো উদ্যোগগুলো সমাজে সচেতনতা বৃদ্ধি করছে।”
অভিযান চলাকালীন আউটডোর মনিটরিং করেন আউটডোর ইনচার্জ মোঃ সরওয়ার আকতার। এছাড়া উপস্থিত ছিলেন ষ্টোর কিপার মোঃ রহিম উল্লাহ, সাংবাদিক ইমরান আল মাহমুদ, সাংবাদিক বশরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযানে নেতৃত্ব দেন বিডি ক্লিন উখিয়া টিম লিডার ওমর ফারুক, তিনি জানান, “আমাদের লক্ষ্য পরিচ্ছন্নতা কে শুধু একটি দিনের কাজ নয়, বরং একটি চলমান আন্দোলনে পরিণত করা। স্থানীয় জনগণকে এ কাজে উদ্বুদ্ধ করতে চাই।”
স্থানীয়রা জানান, এর আগে হাসপাতাল ও আশপাশে ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ ছিলো । বিডি ক্লিন টিমের উদ্যোগে এখন এলাকা অনেক বেশি পরিচ্ছন্ন হয়েছে। তারা টিমের কাজকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার কথা জানান।
উল্লেখ্য, বিডি ক্লিন উখিয়া টিম নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে যাচ্ছে। এই কাজ শুধু একটি সামাজিক দায়বদ্ধতা নয়, বরং একটি সচেতনতা আন্দোলন।