প্রতিনিয়তই আইনশৃঙ্খলা বাহিনী’র অভিযানে ইয়াবার চালান উদ্ধার হচ্ছে উখিয়া-টেকনাফে, পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে আসা অবৈধ এই মাদক ছড়িয়ে পড়ছে সবত্র।
মাদক কারবারিদের সংঘবদ্ধ একটি সক্রিয় চক্র কৌশলে সীমান্ত দিয়ে ইয়াবা নিয়ে এসে সংরক্ষণ করে লাখো রোহিঙ্গার বসতি থাকা রোহিঙ্গা ক্যাম্পে, পরে সুযোগ বুঝে অন্যত্র তা পাচার করা হয়।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭ টা ৩০ এর দিকে, টমটমে করে চালের বস্তায় কৌশলে ইয়াবা লুকিয়ে মজুদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো রোহিঙ্গা ক্যাম্পে থাকা একটি গোপন মজুদগারে (গুদাম)।
খবর পেয়ে উখিয়ার বালুখালী ৯ নং রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশমুখে অবস্থান নেয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল।
এসময় সন্দেহজনক টমটম থামিয়ে তল্লাশীর পর পাওয়া যায় ৪০ হাজার ইয়াবা, বালুখালী এলাকার মৃত বদিউর রহমানের পুত্র রুহুল আমিন নামে একজন’কে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএনসির উপ পরিদর্শক সানোয়ার হোসেন জানান, মাদক প্রতিরোধে ডিএনসির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃতকে উখিয়া থানায় হস্তান্তর করার পাশাপাশি এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।