উখিয়ায় অপহৃত যুবদল নেতা আনোয়ার সিকদারকে উদ্ধার করেছে স্থানীয়রা।
রবিবার (৮ জুন) রাত সাড়ে ৮ টায় উপজেলার বালুখালীতে একটি রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতার সংলগ্ন এলাকায় তাকে হাত-মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়।
এর আগে থাইংখালী থেকে বালুখালী ফেরার পথে আনোয়ার’কে অপহরণ করার খবর ছড়িয়ে পড়লে সড়কে নেমে বিক্ষোভ মিছিল করতে দেখা যায় বিএনপি’র নেতাকর্মীদের।
আনোয়ারের ভাই সরোয়ার সিকদার জানান, ‘ রোহিঙ্গা দুর্বৃত্তদের ব্যবহার করে আমার ভাইকে অপহরণ করানো হয়েছে।
উদ্ধারের পর আনোয়ারকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে প্রেরণ করেছেন বলে জানা গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন বলেন, এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।