কক্সবাজারের উখিয়ায় এক মৎস্যজীবী লীগ নেতা সহ দুইজন’কে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- তারেকুল ইসলাম প্রকাশ তারেক (২৬) ও মাহবুব আলম (৪১)।
পালংখালী ইউপির বালুখালী এলাকার বাসিন্দা নাসির উদ্দিনের পুত্র তারেক আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের পালংখালী ইউনিয়ন শাখার সদস্য সচিব। অন্যদিকে, মাহবুব হলদিয়াপালং ইউপি’র সিকদারপাড়া এলাকার শফিকুর রহমানের পুত্র ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা আছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।
তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে উখিয়ায় পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 
























