ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর মৃত্যুর ২২ দিন পর ডাকাতের হাতে প্রাণ হারালেন উখিয়ার রিয়াদ, এতিম দুই শিশু বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান: ৫২ জনের নাম কেন প্রকাশ করছে না সিআইসি? সরকার পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইফতেখারুজ্জামান রাগিবের ” প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৪ ” অর্জন পোকখালীতে আলোচিত শিশু নির্যাতনের ঘটনায় দুজন হেফাজতে চকরিয়ায় মহাসড়কে রশির ফাঁদে আটকিয়ে ডাকাতি, নিহত ১ রামু কেন্দ্রীয় প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উদযাপন পরিষদ গঠিত টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান- নারী-শিশুসহ অপহৃত ৬৬ জন উদ্ধার কক্সবাজারে মাদকবিরোধী টাস্কফোর্স- দুই মাসে গ্রেফতার ৫৫৬ মাদক ব্যবসায়ী এবারের দুর্গাপুজায় দর্শনার্থীদের সাথে সাদা পোশাকে মিশে যাবে র‍্যাব চাকসু নির্বাচনে লড়ছেন পেকুয়ার শাওন তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হকসহ সাত আলেম টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা নিয়ে যুবক আটক টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা নিয়ে যুবক আটক কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করল ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন
তিনজনকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

আহত হাতির পরিচর্যা করতে গিয়ে আহত চিকিৎসক দল

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত বন্যহাতিকে চিকিৎসা দিতে গিয়েছিলো ১৫ সদস্যের একটি দল। পরে হাতিটির আক্রমণে আহত হন পুরো দলটি।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কক্সবাজারের রামুর মায়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে এঘটনা ঘটে।

মো. নুরুল ইসলাম বলেন, চিকিৎসার জন্য যাওয়া দলটিকে দেখে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে হাতিটি। এতে প্রত্যেকেই আহত হন। এরমধ্যে তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডাঃ মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ এর কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।

“মোস্তাফিজুর রহমানের বুকের উপর হাতির পারা পড়ে। এতে তিনি সবচেয়ে বেশি আশংকাজনক অবস্থায় আছেন”- বলেন নুরুল ইসলাম।

এদিকে গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়ার কথা জানিয়েছে বিজিবি।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম মুঠোফোনে বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে তাদের রামু ক্যান্টনমেন্ট এর সিএমএইচ থেকে ঢাকায় আনা হয়েছে জরুরি ভিত্তিতে।

বন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, গত সপ্তাহের রোববার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে হাতিটি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়। মাইন বিস্ফোরণে হাতিটির সামনের ডান পা প্রায় অবশ। ওই পায়ের তলা ও নখ উড়ে গেছে। বাকি তিনটি পায়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে হাতিটিকে। পায়ের ক্ষতের যন্ত্রণা নিয়ে খাবার সংগ্রহ করতে গিয়ে হাঁপিয়ে উঠছিলো হাতিটি।

চিকিৎসকদের বরাত দিয়ে এই বন কর্মকর্তা জানান, রক্ত ও পানিশূন্যতায় হাতিটি দুর্বল হয়ে পড়েছিলো। দীর্ঘ মেয়াদে নিবিড় পরিচর্যার দরকার ছিলো আহত হাতিটির। হাতির অবস্থান নিশ্চিত করে এই চিকিৎসক দল পরিচর্যার জন্য গিয়েছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর মৃত্যুর ২২ দিন পর ডাকাতের হাতে প্রাণ হারালেন উখিয়ার রিয়াদ, এতিম দুই শিশু

This will close in 6 seconds

তিনজনকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

আহত হাতির পরিচর্যা করতে গিয়ে আহত চিকিৎসক দল

আপডেট সময় : ০৪:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত বন্যহাতিকে চিকিৎসা দিতে গিয়েছিলো ১৫ সদস্যের একটি দল। পরে হাতিটির আক্রমণে আহত হন পুরো দলটি।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কক্সবাজারের রামুর মায়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে এঘটনা ঘটে।

মো. নুরুল ইসলাম বলেন, চিকিৎসার জন্য যাওয়া দলটিকে দেখে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে হাতিটি। এতে প্রত্যেকেই আহত হন। এরমধ্যে তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডাঃ মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ এর কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।

“মোস্তাফিজুর রহমানের বুকের উপর হাতির পারা পড়ে। এতে তিনি সবচেয়ে বেশি আশংকাজনক অবস্থায় আছেন”- বলেন নুরুল ইসলাম।

এদিকে গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়ার কথা জানিয়েছে বিজিবি।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম মুঠোফোনে বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে তাদের রামু ক্যান্টনমেন্ট এর সিএমএইচ থেকে ঢাকায় আনা হয়েছে জরুরি ভিত্তিতে।

বন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, গত সপ্তাহের রোববার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে হাতিটি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়। মাইন বিস্ফোরণে হাতিটির সামনের ডান পা প্রায় অবশ। ওই পায়ের তলা ও নখ উড়ে গেছে। বাকি তিনটি পায়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে হাতিটিকে। পায়ের ক্ষতের যন্ত্রণা নিয়ে খাবার সংগ্রহ করতে গিয়ে হাঁপিয়ে উঠছিলো হাতিটি।

চিকিৎসকদের বরাত দিয়ে এই বন কর্মকর্তা জানান, রক্ত ও পানিশূন্যতায় হাতিটি দুর্বল হয়ে পড়েছিলো। দীর্ঘ মেয়াদে নিবিড় পরিচর্যার দরকার ছিলো আহত হাতিটির। হাতির অবস্থান নিশ্চিত করে এই চিকিৎসক দল পরিচর্যার জন্য গিয়েছিলেন।