“অন্যদেশের নাম নিয়ে নিজ দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলো-ডেইলি স্টারের উপর হামলা করেছেন, ঐতিহ্যবাহী ছায়ানট ও সবচেয়ে সোচ্চার উদীচীর উপর হামলা করছেন-যারা আপনাদের দেশের মানুষ”
এসব লজ্জার মন্তব্য করে কক্সবাজার জেলা উদীচীর সাধারণ সম্পাদক সৌরভ দেব বলেন, বিশ্বের কাছে মাথা নিচু হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটাচ্ছেন আপনারা।
সোমবার বিকেলে কক্সবাজার পৌরসভা চত্বরে প্রতিবাদী এক সাংস্কৃতিক সমাবেশে জড়ো হন কক্সবাজারের ক্রিয়াশীল সাংস্কৃতিক সংগঠন গুলো।
এসময় গান কবিতা ও নৃত্যের মাধ্যমে তারা জুলাই যোদ্ধা হাদি হত্যা, পুড়িয়ে ময়মনসিংহে দিপু ও শিশু আয়েশা হত্যা, প্রথম আলো ডেইলি স্টার ও ছায়ানট-উদীচীতে হামলার ঘটনা গুলোর নিন্দা জানান।
জাসাসের সাধারণ সম্পাদক আরাফাত সাইফুল আদর বলেন, “হাদির রক্তের উপর দাঁড়িয়ে আপনারা হাদির আদর্শের সাথে বেঈমানী করলেন। হাদি বলেছে পারলে আরো ১০টা প্রথম আলো উদীচী ছায়ানট বানাতে, আর আপনারা তাদের উপর হামলা করছেন”।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কক্সবাজারের সাধারণ সম্পাদক রাজিব কর্মকার। তিনি বলেন, ” ছায়ানট রাজনীতি করেনা, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানবিক মানুষ গড়ার কাজ করে৷ সেখানে হামলা করা অমানবিক”।
এসময় খেলাঘর সংগঠক কলিম উল্লাহ বলেন, ময়মনসিংহে ধর্মের উন্মাদনা ছড়িয়ে যেভাবে মানুষ পুড়িয়ে মারা হলো, এতো মধ্যযুগীয় বর্বরতা। আর যারা এসব মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে কথা বলে, তাদের উপরও হামলা করছে। হাদি হত্যা থেকে শুরু করে গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে হামলা এবং মানুষ পুড়িয়ে মারা সবকিছুই একই ষড়যন্ত্রের অংশ হিসেবেই সন্দেহ হচ্ছে।
খেলাঘর সংগঠক ধ্রুব সেন এর সভাপতিত্বে সমাবেশে অংশ নেন ঝিনুকমালা খেলাঘর আসর, সিমুনিয়া খেলাঘর আসর, দরিয়ানগর শিল্পীগোষ্ঠী, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী, জাসাস, অঁলা ব্যান্ড, ছাইলোক, শ্রুতি আবৃত্তি অঙ্গন, সাংস্কৃতিক ইউনিয়ন, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক: 






















