কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস অ্যালামনাইয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) শহরের অভিজাত হোটেলের কনফারেন্স রুমে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মো: মুজিবুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন,গত ছয় মাস ধরে আমরা ইউ.কে, কানাডা,ইউ.এস.এ সহ কয়েকটি দেশের সাথে কাজ করছি। বিশ্বের উন্নতমানের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করে আমাদের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপসহ শিক্ষার সুব্যবস্থা তৈরি করতে আমরা বদ্ধপরিকর। আমরা চাই আগামীর সমাজ একটি সুশিক্ষিত ও আদর্শিক সমাজ হিসেবে গড়ে উঠুক।
ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও ফ্যাকাল্টি চেয়ারম্যান আদিতা বড়ুয়া।
প্রভাষক মাসুম বিল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড: তৌহিদ হোসেন চৌধুরী,একাডেমিক এডভাইজার প্রফেসর ড: তৌফিক সাঈদ ও ভারপ্রাপ্ত রেজিস্টার রাজিদুল হক।
ইফতার মাহফিলে পরিচালক এইচ.আর খোরশেদুর রহমান, প্রভাষক তাওসিফ আহমেদ,ফারাহ সিদ্দিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই আয়োজনে অ্যালামনাইয়ের শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সিবিআইইউ বিজনেস অ্যালামনাইয়ের ইফতার মাহফিল সম্পন্ন হয়। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মো. আরিফ ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান।