কক্সবাজারের মাল্টিমিডিয়া হাউজ গুলোর সম্মিলিত টুর্নামেন্টে ৪র্থ ম্যাচে টাইব্রেকারে হেরেছে টিটিএন। খেলার ৫ মিনিটের মধ্যে গোল দিয়ে শুভ সূচনা করেন টিটিএনের স্ট্রাইকার চিত্রগ্রাহক শহীদুল্লাহ (টাইগার)। কিন্তু খেলার একদম শেষ পর্যায়ে মাত্র ৫ মিনিট বাকি থাকতেই আত্মঘাতি গোলে সমতায় ফেরে টেলিগ্রাম নিউজ।
খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম তিন তিন ট্রাইবেকারও সমতায় শেষ হয়। এরপর এক-এক টাইব্রেকারে হেরে যায় টিটিএন।
দিনের অন্য ম্যাচে ৬-১ গোলের ব্যবধানে প্যানোয়া নিউজকে হারায় প্রবাল নিউজ।