রামু উপজেলার বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মোয়াজ্জেম মোর্শেদ রামু থানায় আটক।
বুধবার (১৪ মে) রামু সরকারি কলেজের সামনে ছাত্র জনতা তাকে আটক করে পুলিশের হাতে সৌপর্দ করে।
ছাত্রদের অভিযোগ তিনি দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামীলীগের সহযোগী হয়ে বিভিন্ন জায়গায় অপকর্মের সাথে জড়িত এবং কিছু দিন পূর্বে জেলা ছাত্রলীগের সহ সভাপতি মুনাফ সিকদারের নেতৃত্ব কক্সবাজার শহরের ঝঁটিকা মিছিলে অংশ নেয় এবং শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।
রামু থানার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী জানান, তিনি বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি এটি নিশ্চিত করা হয়েছে এবং ছাত্রদের অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।