ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ কক্সবাজার জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ গঠিত মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালন করবে এনসিপি, সতর্ক আওয়ামী লীগ কুতুব‌দিয়া-মগনামা চ‌্যা‌নে‌লে ডি‌সে‌ম্বরে সী-ট্রাক চালুর প্রক্রিয়া চলছে-বিআইড‌ব্লিউ‌টিএ চেয়ারম‌্যান হাইকোর্টে আরিফের চেয়ারম্যানের পদ পুনর্বহাল:বসা হলোনা দায়িত্বে দ্বিকক্ষ সংসদের প্রয়োজন আছে কিনা, প্রশ্ন উঠেছে: সালাহ উদ্দিন আহমেদ গত ৫০ বছর মুজিববাদী আদর্শ দেশকে বিভাজিত করে রেখেছিল: নাহিদ ইসলাম ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও ‘বাছাইয়ে ফেল’ এনসিপি ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক সীমান্তে মাদক রোধে সরকার পরিকল্পনা করছে -ডিআইজি পলাশ বদরখালীর সাবেক চেয়ারম্যান আরিফের মৃত্যু: জানাজা বুধবার বাদ জোহর শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা বর্ষাকালে বেঁছে নিন আয়ুর্বেদিক চা অভিযুক্ত জামায়াত নেতা নয় দাবী কোলন ক্যানসারের এই লক্ষণগুলোর ব্যাপারে জানতেন?

মহেশখালী কুতুবদিয়ার সুপার ডাইকের জন্য বরাদ্দ চাইলেন সাবেক এমপি হামিদুর রহমান আজাদ

পি ও জামায়েত ইসলামির কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারী এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন মহেশখালী ও কুতুবদিয়া বঙ্গোপসাগর বেষ্টিত পৃথক দুইটি উপজেলা । এর মধ্যে রয়েছে পৃথক তিনটি দ্বীপ। এখানে অনেক রিসোর্স ও অর্থনৈতিক সম্ভাবনা বিরাজমান। মানুষের সম্পদ ও জীবন রক্ষায় উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাধ নির্মাণ এবং  অর্থনৈতিক উন্নয়নের জন্য সংসদ সদস্য থাকাকালে আমি  অব্যাহতভাবে চেষ্টা  করেছি। এখনো সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রস্তাবিত সুপার ডাইক প্রকল্পে ধলঘাট – মাতারবাড়ী,  এবং কুতুবদিয়া  এ দুইটি দ্বীপ অর্ন্তভুক্ত হলেও সোনাদিয়া দ্বীপকে কেন প্রকল্পের বাহিরে রাখা হয়েছে তা বোধগম্য নয়।   প্রস্তাবিত সুপার ডাইক প্রকল্পের উদ্দেশ্য সফল করতে হলে সরকারকে  প্রথমত: প্রকল্পের মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি বিশেষ করে  দূর্নীতি মাধ্যমে দেশের অর্থ লুটপাটের অসৎ উদ্দেশ্য ছিল  কি না তা খতিয়ে দেখতে হবে ।দ্বিতীয়ত:সরকার কর্তৃক  প্রকল্পের ত্রুটি বিচ্যুতি  যাচাই পূর্বক  তা পুন:মূল্যায়ন করা হলে অসৎ উদ্দেশ্যে প্রণীত প্রাক্কলিত অতিরিক্ত ব্যয় কমে আসবে।

তৃতীয়ত: সোনাদিয়া দ্বীপ এবং  দ্বীপে বসবাসরত মানুষের জীবন রক্ষা ও দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সোনাদিয়াকে সুপার ডাইক প্রকল্পের অর্ন্তভুক্ত করতে হবে।

অতপর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নিলে দেশের  অর্থনৈতিক অগ্রগতির পথে নতুন মাত্রা যোগ হবে। সেইসাথে  মহেশখালী – কুতুবদিয়ার মানুষের জীবন থেকে প্রতিবছর  আপনজন ও বিপুল সম্পদ হারানোর দু:খ- বেদনা দূর হবে।

তাই আমি ৫ লক্ষাধিক  অবহেলিত দ্বীপবাসীর নিরাপদ জীবন যাপন ও তাদের স্বপ্ন পুরণের লক্ষ্যে  আগামী বাজেটে সুপার ডাইক প্রকল্পে  অর্থ বরাদ্দ রাখার জন্য  সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।

ট্যাগ :

চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ

This will close in 6 seconds

মহেশখালী কুতুবদিয়ার সুপার ডাইকের জন্য বরাদ্দ চাইলেন সাবেক এমপি হামিদুর রহমান আজাদ

আপডেট সময় : ০৭:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

পি ও জামায়েত ইসলামির কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারী এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন মহেশখালী ও কুতুবদিয়া বঙ্গোপসাগর বেষ্টিত পৃথক দুইটি উপজেলা । এর মধ্যে রয়েছে পৃথক তিনটি দ্বীপ। এখানে অনেক রিসোর্স ও অর্থনৈতিক সম্ভাবনা বিরাজমান। মানুষের সম্পদ ও জীবন রক্ষায় উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাধ নির্মাণ এবং  অর্থনৈতিক উন্নয়নের জন্য সংসদ সদস্য থাকাকালে আমি  অব্যাহতভাবে চেষ্টা  করেছি। এখনো সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রস্তাবিত সুপার ডাইক প্রকল্পে ধলঘাট – মাতারবাড়ী,  এবং কুতুবদিয়া  এ দুইটি দ্বীপ অর্ন্তভুক্ত হলেও সোনাদিয়া দ্বীপকে কেন প্রকল্পের বাহিরে রাখা হয়েছে তা বোধগম্য নয়।   প্রস্তাবিত সুপার ডাইক প্রকল্পের উদ্দেশ্য সফল করতে হলে সরকারকে  প্রথমত: প্রকল্পের মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি বিশেষ করে  দূর্নীতি মাধ্যমে দেশের অর্থ লুটপাটের অসৎ উদ্দেশ্য ছিল  কি না তা খতিয়ে দেখতে হবে ।দ্বিতীয়ত:সরকার কর্তৃক  প্রকল্পের ত্রুটি বিচ্যুতি  যাচাই পূর্বক  তা পুন:মূল্যায়ন করা হলে অসৎ উদ্দেশ্যে প্রণীত প্রাক্কলিত অতিরিক্ত ব্যয় কমে আসবে।

তৃতীয়ত: সোনাদিয়া দ্বীপ এবং  দ্বীপে বসবাসরত মানুষের জীবন রক্ষা ও দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সোনাদিয়াকে সুপার ডাইক প্রকল্পের অর্ন্তভুক্ত করতে হবে।

অতপর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নিলে দেশের  অর্থনৈতিক অগ্রগতির পথে নতুন মাত্রা যোগ হবে। সেইসাথে  মহেশখালী – কুতুবদিয়ার মানুষের জীবন থেকে প্রতিবছর  আপনজন ও বিপুল সম্পদ হারানোর দু:খ- বেদনা দূর হবে।

তাই আমি ৫ লক্ষাধিক  অবহেলিত দ্বীপবাসীর নিরাপদ জীবন যাপন ও তাদের স্বপ্ন পুরণের লক্ষ্যে  আগামী বাজেটে সুপার ডাইক প্রকল্পে  অর্থ বরাদ্দ রাখার জন্য  সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।