সারাদেশের ন্যায় কক্সবাজারের পেকুয়ায়ও পালিত হয়েছে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী। শুক্রবার (৩০ মে) পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালন করা হয়।
শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সকালে মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে গরিব, অসহায় ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. বাহাদুর শাহ। এসময় সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক এম. শাহ নেওয়াজ আজাদ, টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজিবুল হক চৌধুরী, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান উল্লাহ, ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. ফরহাদ হোছাইনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।